রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায় || রোমানিয়া দেশ কেমন

প্রিয় পাঠক আজকে আপনাদের সাথে আলোচনা করব রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায়।  আমরা বিভিন্ন দেশে যাওয়ার পরে অনেক সমস্যার মাঝে পড়তে হয় তাই এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য সহজ উপায় খুঁজে থাকে।  


তাই যারা রোমানিয়ায় আছেন তাদের জন্য আজকে কিছু টিপস দেব যারা কিনা রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায়।  এই সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার এই পোস্টটি পুরোটাই পড়বেন  আশা করি অবশ্যই আপনারা ভালো কিছু জানতে পারবেন।  



রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায় এই সম্পর্কে তাই রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হল। 


রোমানিয়া থেকে ইতালি যাওয়ার পূর্বে আপনার কিছু দিক খেয়াল রাখতে হবে যেমন রোমানিয়া হতে আপনি যদি ইতালি যেতে চান।  তাহলে অবশ্যই যেতে পারবেন সে ক্ষেত্রে আপনি অন্যান্য ভাষার মাধ্যমে রোমানিয়াতে প্রবেশ করার পর দুই বছর যাবত অবস্থান করতে হবে।  


অবস্থান করার পর আপনি বিভিন্নভাবে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করতে পারবেন ফ্রান্স জার্মান।  তাই আপনাকে কষ্ট করে এক থেকে দেড় বছরের মতো রোমানিয়াতে অবস্থান করতে হবে তাদের সিস্টেমের মাধ্যমে আপনি ইতালি ফ্রান্স যেতে পারবেন। 


রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায়


অবৈধপথে যাওয়া টা একদম বেআইনি কাজ এটা আপনার জন্য লাইভ রিক্স হতে পারে তবে ব্রোকাররা আপনাকে অল্প টাকার লোভ  দেখালেও।  পরবর্তীতে আপনাকে জিম্মি করে ফ্যামিলি থেকে বিভিন্ন কায়দায় তারা আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে।  


তাই আপনি অন্য উপায় ব্যবহার করতে পারেন যেমন বৈধভাবে যাওয়ার চেষ্টা করুন হয়তো একটু কষ্ট বা সমস্যা হলেও হতে পারে। তাই আপনি  বৈধ উপায়ে যাওয়ার চেষ্টা করুন এতে আপনার লাইফের কোন রিক্স থাকবেনা। 


কাজাখস্তান হতে রোমানিয়া


আপনি কাজাখস্তান হতে রোমানিয়া  যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কাজাখস্তান হতে রোমানিয়া কাজের ভিসার মাধ্যমে যেতে হবে।  এবং সেখানে যাওয়ার পরে আপনি বিভিন্ন উপায় ট্রানজেকশন বা ব্যাংক স্টেটমেন্ট টাকার পরিমান বেশী দেখাতে হবে।  


সে ক্ষেত্রে বিভিন্ন টিপস আছে আপনি একজনকে টাকা সেন্ড করলেন অন্যজন আপনাকে টাকা সেন্ড করলো এইভাবে আপনার ট্রানজেকশন  বাড়িয়ে নেবেন।  এর পরে আপনি রোমানিয়া ভিসার জন্য বা টুরিস্ট ভিসার জন্য এপ্লিকেশন করবেন এভাবে আপনি রোমানিয়ায় প্রবেশ করতে পারবেন। 


কিভাবে অবৈধ ভাবে রোমানিয়া থেকে ইতালি যাবেন


বিভিন্ন দেশের মানুষ বেশিরভাগই বাংলাদেশ ইন্ডিয়া এই দেশের মানুষ অবৈধভাবে ইউরোপ কান্ট্রি তে প্রবেশ করে থাকে।  তবে এই পদ্ধতি অনেক ভয়াবহ সেটা আপনি নিজ চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না।  


লিবিয়া হতে সমুদ্র পাড়ি দিয়ে অন্যান্য ইউরোপ কান্ট্রি তে ঢোকার চেষ্টা করা হয় সেগুলো অনেক সময় সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়ে।  অথবা বিভিন্ন বিপদের সম্মুখীন হয় যেমন নৌকাডুবি ঘটনা ঘটে অথবা অক্সিজেনের কম হওয়ার কারণে অনেক সময় মৃত্যুবরণ করে।  


বাংলাদেশ নিউজ চ্যানেলগুলোতে আপনি ফলো করলে দেখতে পাবেন খবরগুলো শুনতে পাবেন।  তাই ইউরোপ কান্ট্রি তে কিভাবে প্রবেশ করার চেষ্টা করছিল অনেকেই মৃত্যুবরণ করে।  অথবা ওইসব দেশের প্রশাসনের হাতে পড়ে পরবর্তীতে দেশের প্রশাসনের মাধ্যমে উদ্ধার করা হয়, এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। 


তাছাড়া অনেকেই  সার্বিয়া হতে বিভিন্ন মাধ্যমে ইতালি, ফ্রান্স ,জার্মানি, এসমস্ত রাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করেন।  এটাও কিন্তু অনেকটা ভয়াবহ কারণ আমরা কিছু ভিডিওর মাধ্যমে  বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে দেখলাম ,সেখানে ছোট একটি ট্রলার এর মাধ্যমে।  


অথবা ব্যাংকারের নিচের অংশে ছোট একটি রুম করে সেখানে দুই থেকে তিন জনের থাকার জায়গা সেখানে কিন্তু তারা ১০ থেকে ১২ জন করে লোক নিয়ে যাওয়ার চেষ্টা করে।  অথবা বিভিন্ন বক্সের করে লোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সে ক্ষেত্রে অনেকেই প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করে থাকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। 


প্লেন পাতাল রেল বাস ট্রেন বা গাড়িতে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার একাধিক উপায় রয়েছে।  রোমানিয়া থেকে ইতালি যাওয়ার সর্বোত্তম উপায় হল।  ফ্লাই করা যা ৫ ঘন্টা সময় নেয় এবং খরচ হয় $১৭/$১৭০ বিকল্পভাবে, আপনি সিবিউ হয়ে।  বাসে যেতে পারেন, যার দাম $৭৫/$১১০ এবং লাগে ৩৩ ঘন্টা আপনি ট্রেনিংও করতে পারেন যার দাম $১৪০/$৩৩০ এবং লাগে ৩৩ ঘন্টা ৫০। 


রোমানিয়া দেশ কেমন


রোমানিয়া রোমানিয়া হলো দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর-পূর্বে রয়েছে ইউ এন ও মলদোভা পশ্চিমে।  এবং সার্বিয়া দানিয়ুব নদী পূর্ব দিকে রয়েছে কৃষ্ণসাগর আর কার্পেথিয়ান পর্বতমালা।  


পূর্ব ও দক্ষিণ অঞ্চল রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত এর রাজধানীর নাম বুখারেস্ট স্বাধীনতার ,পূর্বে এটি ওসমানী সাম্রাজ্য ছিল।  রোমানিয়া ২০০৪ থেকে ন্যাটোর সদস্য এবং এটি ইউরোপিয়ান ইউনিয়নের যোগ দিতে যাচ্ছে। ১ জানুয়ারী ২০০৭ থেকে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য। 


রোমানিয়া হল ইউরোপিয়ান ইউনিয়নের নবম বৃহত্তম আয়তনের দেশ এর আয়তন হল, ২৩৮.৪০০ বর্গ কিলোমিটার ৯২.০০০ বর্গমাইল।  ইউরোপিয়ান ইউনিয়নের সপ্তম বৃহত্তম জনসংখ্যার দেশ রোমানিয়ায় জনসংখ্যার উন্নিশ মিলিয়ন।  রোমানিয়ার রাজধানী বুখারেস্ট ইউনিয়নের বৃহত্তম শহর যেখানে প্রায় ২ মিলিয়ন অথবা ২০ লাখ লোকের বসবাস। 


রোমানিয়ার ইতিহাস


১৫ শতকে উসমানি খেলাফতের শাসনাধীন এলাকা ছিল১৯ শতকের দিকে রাশিয়ার জার সাম্রাজ্যের সাহায্যে রোমানিয়ার পৃন্স উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে।  ওই উসমানীয় সাম্রাজ্য কে যুদ্ধে পরাজিত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রকাশ করে এরপর থেকে রোমানিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। 


রোমানিয়ার অর্থনীতি


রোমানিয়া অর্থনীতি ২০১১ সালের জিডিপি ২৬৪ বিলিয়ন ও মাথাপিছু জিডিপি ১২.৩৫৮ ডোলারে রোমানিয়া উচ্চ-মধ্য আয়ের দেশ এবং এটি ১ জানুয়ারি ২০০৭ থেকে ইউরোপের এন ইউ এন এর সদস্য হিসাবে আখ্যায়িত লাভ করে। 

Post a Comment (0)
Previous Post Next Post