ভিসা অফিস কবে খুলবে || ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট



ভিসা অফিস কবে খুলবে

ভিসা অফিস কবে খুলবে  এই সপ্তাহেই আবার চালু হতে পারে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিমানচলাচল। এই ইঙ্গিত পাওয়ার পরেই বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসাকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বুধবার থেকেই সব ভিসা কেন্দ্র চালু করে দেওয়া হচ্ছে। আগে থেকে কোনও রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসার জন্য আবেদন করা যাবে। তবে আপাতত, কোনও রকম ট্যুরিস্ট বা পর্যটক ভিসার আবেদন গ্রহণ করা হবে না। অন্য সব ভিসার আবেদন গ্রহণ করা হবে।


ওপার বাংলায় যে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল তা বুধবার থেকেই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। করোনার প্রকোপ রুখতেই এই বিধিনিষেধ জারি করা হয়েছিল। বাংলাদেশের সরকার জানিয়েছে, শর্তসাপেক্ষে এই বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে, সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খরচ


ওপার বাংলায় বিধিনিষেধ প্র্যতাহার করার পরেই ভারতের সব ভিসার জন্য আবেদন কেন্দ্র আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাই কমিশন।


গত বছর মার্চ মাসে করোনার প্রকোপ দেখা দেওয়ার পরে বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলি একাধিকবার বন্ধ করা হয়। পরে চালু করা হয়। তবে বাংলাদেশে বিধিনিষেধ জারি করার পরে ১ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ২০২২

উল্লেখ্য, করোনার প্রকোপের পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। এখনও বন্ধ আছে স্থলবন্দরগুলি। ঢাকা এবং কলকাতার মধ্যে বাস এবং ট্রেনও বন্ধ আছে। তবে, দুই দেশেই এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে করোনা। দুই দেশেই চলছে টিকাকরণ কর্মসূচি।

কোভিড–১৯ সংক্রান্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণের প্রয়োজনীয়তা


যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী সকল প্রাপ্তবয়স্ক অনাগরিক অন–অভিবাসীদের অবশ্যই কোভিড -১৯ এর টিকা দিতে হবে। এটি ভিসা ইস্যু হওয়াকে প্রভাবিত করবে না তবে শিক্ষার্থীসহ টিকাবিহীন অনাগরিক অন-অভিবাসীদের প্রবেশ স্থগিত করবে। অভিবাসী ভিসায় ভ্রমণ করছেন যারা, তাদের আমাদের প্যানেল চিকিৎসকদের দ্বারা নথিভুক্ত পৃথক মেডিকেল পরীক্ষা এবং টিকা দেওয়ার আবশ্যিক শর্তসমূহ পূরণ করতে হবে।


সকল যাত্রীদের অবশ্যই প্রস্থানের এক ক্যালেন্ডার দিনের মধ্যে করানো একটি কোভিড -১৯ ভাইরাল পরীক্ষার প্রমাণ থাকতে হবে।


যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য প্রয়োজনীয়তা প্রায়ই পরিবর্তন হয়। এই বিষয়ে সর্বশেষ তথ্যের জন্য সিডিসি-এর ওয়েবসাইট দেখুন।


নিয়মিত পর্যটন বা ব্যবসায়িক (বি১/বি২) ভিসার অ্যাপয়েন্টমেন্ট


আমরা ধীরে ধীরে বি১/বি২ সাক্ষাৎকারের তারিখ খুলছি। আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে কারণ আমরা পর্যটন ভিসার আবেদনকারীদের একটি বৃহৎ অপেক্ষার তালিকা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার যদি যুক্তরাষ্ট্রের আগের ভিসা থেকে থাকে, আপনি হয়তো সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা অব্যাহতির যোগ্য হতে পারেন। ড্রপ বক্স আবেদনের মানদণ্ড সম্পর্কে জানতে আরও পড়ুন।


ভিসা প্রসেসিং এর সর্বশেষ আপডেট জানার জন্য আমাদের ফেসবুক এবং টুইটার পেজ দুইটিতে খেয়াল রাখুন।


ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য বিষয় থেকেই ঠিক হবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী আপনার কোন ধরনের ভিসা লাগবে। ভিসার আবেদনকারী হিসেবে আপনাকে এটা ভালোভাবে দেখাতে হবে, যে ধরনের ভিসা চাইছেন তার জন্য প্রয়োজনীয় সব শর্ত আপনি পূরণ করেছেন।

কলকাতা: বাংলাদেশসহ বিদেশিদের জন্য ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে।


এতে বলা হয়েছে, ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণের সুযোগ পাবেন বিদেশিরা। তবে তাদের চার্টার্ড ফ্লাইটে আসতে হবে। আর যারা বাণিজ্যিক ফ্লাইটে ভারত ভ্রমণ করতে চান তাদের আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।


তবে, ভ্রমণ ভিসা চালু হওয়ার খবর প্রকাশ হতেই খুশি বাংলাদেশ-ভারত উভয় দেশের নাগরিকরা। মেডিক্যাল ভিসা নিয়ে যে সব বাংলাদেশি ভারতে অবস্থান করছেন তারাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। ঢাকা থেকে মেডিক্যাল ভিসায় কলকাতায় এসেছেন সানজিদা। তিনি বলেন, ‘চিকিৎসার জন্য গত দুই মাস ধরে দেশের বাইরে। নিয়ম অনুযায়ী সঙ্গে একজনই আসতে পেরেছে। আরও কিছুদিন এখানে থাকতে হবে। ভ্রমণ ভিসা চালু হলে বাচ্চাগুলো আসতে পারবে। পরিবারের লোকজনকে দেখতে পারব। এই সিদ্ধান্তে আমরা খুশি। ’


উত্তরার বাসিন্দা অবন্তিকা। ব্যাক্তিগত কারণে কিছুদিন যাবত কলকাতাতেই আছেন। তিনি কিছুটা দুঃখ করে বলেন, ‘আরও একটু আগে শুরু হলে ভালোই হতো। অন্তত পূজার মৌসুমে পরিবার নিয়ে কলকাতায় কাটাতে পারতাম। ’


তার মতে, ‘এটা ভালো উদ্যোগ। সস্তায় বিদেশ ভ্রমণ বলতে কলকাতার বিকল্প নেই। ছুটির দিনগুলোয় পরিবার নিয়ে আগেও কলকাতা এসেছি। ভিসা চালু হলে আবার আসব। ’


 এদিকে টুরিস্ট ভিসায় বিমান পরিষেবা ব্যবহার করতে পারলেও এখনই চালু হচ্ছে না স্থল এবং রেলপথ। তাতেও আফসোস অনেকের। বাড্ডার বাসিন্দা তানজিলা, চিকিৎসার জন্য কলকাতায় আছেন। তিনি বলেন, ‘খবরটা দেখেছি। যতদূর জানি টুরিস্ট ভিসায় বিমান চালু হবে। স্থলপথ, রেল চালু হওয়ার খবর নেই। এগুলোও খুলে দিলে ভালো হয়। ’


অপরদিকে, ট্যুরিস্ট ভিসা চালুর সরকারি সিদ্ধান্তে খুশি ভারতীয়রাও। বিশেষ করে কলকাতার হোটেল ব্যবসায়ীরা। ইন্ডিয়ান মিউজিয়ামের পিছনে মারক্যুই স্ট্রিটের এক হোটলের মালিক নাজিম বলেন, ‘মমতা দিদির ভোটে জেতা আর টুরিস্ট্য ভিসা চালু হওয়া, পূজার সময় দু’দুটো সুখবর। লাড্ডু বিলোতে ইচ্ছে করছে। ’


কলকাতার নিউমার্কেট এলাকায়  চার শতাধিক আবাসিক হোটেল আছে। যা সারাবছরই বাংলাদেশিদের দখলে থাকে। স্থানীয় হোটেল মালিকদের তথ্য অনুযায়ী, মারক্যুই স্ট্রিট সংলগ্ন হোটেলগুলোর প্রায় ৭০ ভাগ বোর্ডার বাংলাদেশিরা। তবে, করোনার কারণে ব্যতিক্রম ছিল বিগত প্রায় দেড় বছর।


অর্থনীতিবিদ অরিন্দম চট্টোপাধ্যায়ের অনুরোধ আরও একধাপ বেশি। তিনি জানান, ‘এবার বাংলাদেশ সরকারও ভারতীয়দের জন্য চালু করুক টুরিস্ট ভিসা। কারণ অনেক ভারতীয় এখন বাংলাদেশমুখী। ’ তার মতে, ভিসার আদান-প্রদানে আর্থিক লেনদেনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিকও উন্নতি ঘটে। বর্তমানে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। নানা কারণে বহু ভারতীয় এখন বাংলাদেশমুখী। ফলে বাংলাদেশ সরকারও যদি ভারতীয়দের জন্য টুরিস্ট ভিসা চালু করে, তাহলে ভালো হয়। অর্থাৎ দুই দেশের ভ্রমণ ভিসা চালু হলে আর্থিক উন্নতির পাশাপাশি ফিরে আসবে হারিয়ে যাওয়া আগের দিনগুলো। এমনটাই মত বাংলাদেশ ও ভারতের নাগরিকদের।


ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর দিকেই তাকিয়ে রয়েছেন। সেই প্রতীক্ষার শিগগির অবসান ঘটবে। ভারত ই-ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ‘মিন্ট’ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


হর্ষ বর্ধন বলেন, করোনার মধ্যেও ভারত মেডিকেল ভিসা ইস্যু শুরু করেছে। এবার ই-ট্যুরিস্ট ভিসা চালু করবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সবসময় পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় গন্তব্য। বিগত কিছু বছরে মেডিকেল ট্যুরিজমে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত।


ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে স্বাগতম।ভারতীয় ভিসা প্রার্থীদের (কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট ব্যতীত) কাছ থেকে ভারতীয় ভিসার আবেদনপত্র গ্রহণ এবং আবেদনকারীর কাছে প্রক্রিয়াকরণের পর পাসপোর্ট ফেরৎ দেয়ার জন্য আমরাই ভারতীয় হাইকমিশন, ঢাকার একমাত্র আউটসোর্স সংস্থা।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কবে চালু হবে

অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, প্রক্রিয়াকৃত পাসপোর্ট গ্রহণ এবং ফেরত প্রদানের ক্ষেত্রে আমাদের ভূমিকা নিরেট প্রশাসনিক প্রকৃতির এবং ভিসার আবেদনের ফলাফল বা প্রক্রিয়াকরণের উপর কোন প্রভাব বা তাৎপর্য নেই। এগুলো কেবলমাত্র ভারতীয় হাইকমিশনের প্রক্রিয়া এবং এ বিষয়ে তাদের সিদ্ধান্তই চুড়ান্ত।


আবেদনকারীরা তাদের জমাকৃত আবেদনপত্র এবং প্রদানকৃত তথ্যের জন্য নিজেরাই একমাত্র দায়ী। তাদের ভিসার আবেদনের স্বপক্ষে কোন ভুয়া দলিল বা তথ্যের অন্যান্য মিথ্যা উপস্থাপনা ভারতীয় হাইকমিশন দ্বারা তাদের আবেদনের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলতে বাধ্য হবে।


 আবেদনকারীদের যথাযথ ভিসা হওয়ার পরই শুধুমাত্র ভারত ভ্রমন এর জন্য পরিকল্পনা করার পরামর্শ দেয়া হল।

করোনা আবহে ভারতে আসতে পারছিলেন না বাংলাদেশিরা। তবে দুই দেশেই সংক্রমণ কমায় ফের দুই দেশের সীমান্ত খুলে অবাধ যাতায়ত শুরু করতে পদক্ষেপ নিল কেন্দ্র। জানা গিয়েছে বাংলাদেশ থেকে ভারতে আসতে ইচ্ছুক পর্যটকদের 'টুরিস্ট ভিসা' ইস্যু করা শুরু করবে ভারত। আগামী ১৫ নভেম্বর থেকেই ভিসা দেওয়া শুরু হবে। বাংলাদেশ সীমান্তে আখাউড়া চেকপোস্টে দাঁড়িয়ে সাংবাদিকদের এই কথা জানান সে দেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।


তবে বিক্রম দোরাইস্বামী জানান, ভারতে আসতে হলে বাংলাদেশি পর্যটকদের কিছু বিধিনিষেধ মানতে হবে। হাইকমিশনার জানান, আপাতত ৩০ দিনের জন্য সিঙ্গল এন্ট্রি ভিসা পাবেন বাংলাদেশিরা। তবে বিমানেই যাত্রা করা যাবে। বাসে করে স্থল সীমান্ত পার করে যাতায়ত করা যাবে না। তবে তিনি জানান, শীঘ্রই স্থল ও রেলপথেও ভারতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।


ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি

২০২২. সালে এর ছুটির তালিকা:

ক্রমিক নম্বর ছুটির দিন তারিখ সাপ্তাহিক দিবস

গণতন্ত্র দিবস ২৬ জানুয়ারি বুধবার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি সোমবার

মহা শিবরাত্রি ১ মার্চ মঙ্গলবার

হোলি ১৮ মার্চ শুত্রুবার

বাংলা নববর্ষ ১৪ এপ্রিল বৃহস্পতিবার

ষ্টার সানডে ১৭ এপ্রিল রবিবার

ঈদ-উল-ফিতর* ০৩ মে মঙ্গলবার

বুদ্ধ পূর্ণিমা ১৬ মে সোমবার

ঈদ-উল-আযহা (কোরবানি)* ১০ জুলাই রবিবার

১০ মুহররম* ৯ আগস্ট মঙ্গলবার

১১ স্বাধীনতা দিবস ১৫ আগস্ট সোমবার

১২ মহাত্মা গান্ধীর জন্মদিন ০২ অক্টোবর রবিবার

১৩ দশেরা ৫ অক্টোবর বুধবার

১৪ মিলাদুন্নবী বা ঈদ-এ-মিলাদ* ৯ অক্টোবর রবিবার

১৫ দিওয়ালি (দীপাবলি) ২৪ অক্টোবর সোমবার

১৬ গুরু নানকের জন্মদিন ৮ নভেম্বর মঙ্গলবার

১৭ বড়দিন ২৫ ডিসেম্বর রবিবার

অনলাইন ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন
ইন্ডিয়ান ভিসা বন্ধ
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার


Post a Comment (0)
Previous Post Next Post