মুখে এলার্জি দূর করার ঘরোয়া উপায়

 মুখে এলার্জি দূর করার ঘরোয়া উপায় এই সম্পর্কে আরো কিছু বিস্তারিত আলোচনা আজকে আমার এই আর্টিকেলে দেওয়া হল। 

আশা করব আপনারা আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং এলার্জি থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবেন সে বিষয়ে জানুন। 

কেননা এলার্জি কমবেশি এখন প্রত্যেকটি মানুষের মধ্যে দেখা যায় এছাড়াও এই এলার্জি থেকে অনেক সময় অনেক বড় রকমের সমস্যা সম্মুখীন হতে হয়। 

তাই আপনারা কিভাবে এলার্জি থেকে নিজেকে মুক্ত রাখবেন সে বিষয়ে আজকে আমার এই আর্টিকেলে জানিয়ে দেব। 

তাই প্রথমে আপনারা যে বিষয়ে জানতে চেয়েছেন চলুন শুরু করা যাক সে বিষয়টি নিয়ে। 

মুখে এলার্জি দূর করার ঘরোয়া উপায়


মুখের এলার্জি দূর করার ঘরোয়া উপায়

মুখের এলার্জি দূর করার জন্য ঘরোয়া কয়েক রকমের উপায় রয়েছে আমরা সেই উপায়গুলো এখানে জানব। 

নারকেল তেল

শিশু এবং শিশুদের মধ্যে ত্বকের এলার্জির একটি নিরাপদ ঘরোয়া উপায় হলো নারকেল তেল, এক চা চামচ নারকেল তেল হালকা গরম করুন এটি আক্রান্ত স্থানে লাগান। 

প্রায় 30 মিনিট রাখার পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ত্বক শুকিয়ে নিন, নিরাময় না হওয়া পর্যন্ত একটি দিনে তিন থেকে চার বার ব্যবহার করুন। 

তুলসী তুলশিতে এন্টি ইনফ্লামেন্টের রয়েছে যা ত্বকের চুলকানি রোধ করে, এক মুঠো তুলসী পাতা ভালো করে ধুয়ে নিন পরে পাতাগুলি টেস্ট করে নিন। 

আক্রান্ত স্থানে পেজটি লাগিয়ে প্রায় 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে হলে দিনে কয়েকবার লাগাতে পারেন এই পেস্ট। 

নিমপাতা

নিমপাতা ত্বকের লালচে ভাব ফোলা ভাব চুলকানি দূর করতে দারুন কাজ করে, বেশ কয়েকটি নিম পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিন ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

অ্যালোভেরা

এলোভেরা জেল প্রাকৃতিক ওষুধ এবং এন্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য গুলির কারণে অনেক প্রাকৃতিক নিরাময়ের প্রস্তুতিতে ব্যবহার হয় এটি একটি এলার্জি নিরাময় করার জন্য অন্যতম ওষুধ। 

পাতা থেকে এক চা চামচ জেলি বের করুন অথবা কিনে নেয়া অ্যালোভেরা পণ্য থেকে এক চা চামচ জেল বের করুন পরে আক্রান্ত স্থানে জেলটি সরাসরি ছড়িয়ে দিন। 

প্রায় ৩০ মিনিট ধরে রেখে একটি ধুয়ে ফেলুন কয়েক দিন একনাগারে দিনে তিনবার প্রয়োগ করুন ভালো ফলাফল পেয়ে যাবেন। 

অলিভ অয়েল

অতিরিক্ত ভার্জিন জলপাই তেল মশ্চারাইজার হিসেবে আশ্চর্য কর ভিটামিন এ সমৃদ্ধ এই তেলে চুলকানি রোধ করে। 


নাকের এলার্জি দূর করার উপায়

নাকের এলার্জি দূর করার উপায় সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে এলার্জি প্রতিরোধের একমাত্র উপায় হল এলার্জি সনাক্ত করে তা এড়িয়ে চলা। 

অর্থাৎ আপনার এলার্জি কোন কারণে হচ্ছে হয়তো পানির কারণে না হয় কোন খাবারের কারণে আর না হয়তো ধুলাবালির কারণে। 

তাই এলার্জির চিকিৎসার প্রথম ধাপ হলো হেলথ এডুকেশন যাদের এই সমস্যা আছে তারা শীতের ধুলাবালি ও গাড়ির কালো ধোঁয়া থেকে নিরাপদ থাকতে মার্কস ব্যবহার করতে হবে। 

চিকিৎসা

যদিও এলার্জির কারণ এড়িয়ে চলা এই রোগের প্রধান চিকিৎসা, এই রোগের প্রধান ওষুধ হলো এন্টি হিস্টামিন স্টেরয়েডজাতীয় নাকের স্প্রে। 

এছাড়া বয়সবেদে মন্টেলুকাস্ট জাতীয় ট্যাবলেট বেশ কার্যকর তবে যে কোন ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 


স্কিন এলার্জি থেকে মুক্তির উপায়

স্কিন এলার্জি থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে আপনারা যারা জানতে চেয়েছেন তারা অবশ্যই কিছু বিষয়ে মনে রাখতে হবে। 

আপনি যদি এলার্জি থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে সে বিষয়গুলো হলো। 

পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে আমরা যতই প্রতিনিয়ত বাহিরে যাই। 

তখনই বাহির থেকে অনেক ধুলাবালি ময়লা এবং রোগ জীবাণু আমাদের সাথে আমাদের ঘরে পৌঁছে যায়। 

তাই অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে বাইরে থেকে আসার সাথে সাথে অবশ্যই আপনাকে গোসল করে নিতে হবে। 

মাক্স ব্যবহার করা  

পানি পান করা অর্থাৎ বিশুদ্ধ পানি বেশি বেশি পান করতে হবে

কপূর এবং নারকেল তেল

যদি আপনার শরীরে এলার্জি হয় এবং প্রচন্ড চুলকানি থাকে তবে সেই জায়গা এবং নারকেল তেল ব্যবহার করতে পারেন। 

কপূর এবং নারকেল তেল আপনার এলার্জির চুলকানি থেকে অনেকটাই উপশহর করবে। 

ফিটকিরি

ফিটকিরির জল দিয়ে যে জায়গাতে এলার্জি হয়েছে সেই জায়গা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। 

মধু 

আমরা সবাই জানি মধু আমাদের শরীরের জন্য কতটা উপকারী, ইস্কিন এলার্জি থেকে মুক্তির উপায় সম্পর্কে যে কয়টি বিষয় নিয়ে আলোচনা করেছি তার মধ্যে মধু একটি উত্তম উপাদান। 

এলার্জি বিশেষজ্ঞগণ আমাদেরকে প্রতিনিয়ত মধু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এলার্জি মধু একটি কার্যকরী ভূমিকা পালন করে। 

এছাড়াও রয়েছে অ্যালোভেরার জেল অ্যালোভেরা থেকে কিভাবে আপনি জেল সংরক্ষণ করে ব্যবহার করবেন সেটি উপারে দেওয়া হয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন। 

ঠান্ডা পানিতে গোসল

যখন অনেক বেশি চুলকানি হয় তখন আপনার ঠান্ডা পানিতে একটি গোসল সেরে নিতে পারেন। এছাড়াও রয়েছে অলিভ অয়েল

Unique Code wait
Post a Comment (0)
Previous Post Next Post