সিজারের কতদিন পর জার্নি করা যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা

সিজারের কতদিন পর জার্নি করা যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আমার এই আর্টিকেলে পাবেন সিজার নিয়ে আরো কিছু তথ্য এ আর্টিকেলে পেয়ে যাবেন। 

আশা করব সিজার নিয়ে আজকে যে আর্টিকেলটি আপনাদের সামনে তুলে ধরেছি এটার থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। 

আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখবেন, তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি। 

সিজারের কতদিন পর জার্নি করা যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা


সিজারে কতদিন পর জার্নি করা যায়


আপনার সিজার করার কতদিন পর জার্নি করা যায় এ সম্পর্কে জানাটা খুবই জরুরী কেননা আমরা অনেকেই আছি যারা ক্লিনিকে খরচের ভয়ে তাড়াহুড়ো করে বাড়িতে যেতে চাই। 

তাদের ক্ষেত্রে অবশ্যই এটা জানা খুবই প্রয়োজনীয়, কেননা আপনি যদি সিজারের পরপরই জার্নি করেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। 

এছাড়া আপনি যদি সিজারের পরে ক্লিনিকে থাকেন তাহলে মা ও শিশুর জন্য খুবই ভালো কেননা ডাক্তারের থেকে কোন সুবিধা অসুবিধা হলে পরামর্শ নিতে পারেন। 

এছাড়াও একদম কমপক্ষে সিজারের ৫ থেকে ৭ দিন পরে ছোটখাটো জার্নি করা যেতে পারে তার আগে জার্নি করা একদমই ঠিক নয়। 

এছাড়াও আপনার যদি দূরের পথ হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে জার্নি করা উচিত। 


সিজারের কতদিন পর গোসল করা যায়

আসলে সিজার একটি খুবই জটিল এবং কঠিন অপারেশন কেননা এই অপারেশনটিতে মায়ের পেট কেটে বাচ্চাকে বাহিরে নিয়ে আসে। 

এর জন্য অনেক সময় মায়ের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তাই সবকিছু বিবেচনা করে নিয়ম-কানুন মেনে চলাটাই অনেক উত্তম। 

এছাড়াও আপনারা যারা জানতে চেয়েছেন সিজারের কতদিন পর গোসল করা যায়, সে ক্ষেত্রে কিছু পরামর্শ দিতে পারি। 

আপনি যদি সিজারের এক দুই দিন পরে গোসল করাতে চান তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

এছাড়া আপনি যদি গোসল না ক
রেও যেকোনো নেত্রা দিয়ে গা-মসিয়ে দিতে পারেন, কেননা আপনি যখনই গোসল করাতে যাবেন।

তখনই আপনার গোসলের পানি সিজারের কাটা জায়গায় লাগার ফলে যে কোন ইনট্রাকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

তাই আপনি যদি ১০ থেকে ১৫ দিন পরে গোসল করাতে চান সেক্ষেত্র অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

তাছাড়া আপনার যতটুকু সম্ভব আপনি কাটা জায়গা পানি না লাগিয়ে গোসল সারতে পারেন ততটাই ভালো হবে। 


সিজারের কতদিন পর সেলাই শুকায়


সিজারের কতদিন পরে সেলাই শুকায় আপনারা এ বিষয়ে জানতে চেয়েছেন তাই আজকে আমি আপনাদের এখানে কিছু বিষয় জানিয়ে দেব। 

সিজারের পরে উপরের সেলাই শুকাতে কমপক্ষে এক থেকে দেড় মাস সময় লেগে যেতে পারে। 

এছাড়াও ভিতরে যে সেলাই থাকে সেগুলো শুকোতে কমপক্ষে দেড় থেকে দুই আড়াই মাস সময় লেগে যেতে পারে। 

তাই অবশ্যই সিজারের পরে একটু সুস্থ হলে আপনারা অযথা কোনো ভারী কাজ করবেন না এবং পেটেও কোন প্রেসার দিবেন না। 

আপনার পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে দুই থেকে তিন সাড়ে তিন মাস লেগে যেতে পারে এছাড়াও সিজারিয়ানদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। 

তাই অবশ্যই আপনাকে খুব সাবধানে চলাফেরা এবং যে কোন কাজ কাম সাবধানের সহিত করতে হবে। 


সিজারের পর ব্যথা কতদিন থাকে


সিজারের পর ব্যথা কতদিন থাকতে পারে এ বিষয়ে অনেকেই জানতে চান সেক্ষেত্রে সিজারের পর ব্যথা ৫ থেকে ৬ মাস থাকে। 

এছাড়াও অনেকেরই দুই থেকে 
তিন মাসের মধ্যে ব্যথা কমে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে বেশিদিনও থাকে এর কারণ হলো। 

অতিরিক্ত হাঁটাচলা করা, অথবা অনেকেই আছেন অনেক বেশি স্বামী স্ত্রী মেলামেশা করা, অথবা অতিরিক্ত ভারী কোন কাজ করার ফলে অনেকদিন পর্যন্ত ব্যথা থাকা সম্ভব না রয়েছে। 


                                             Unique Code is : 
ABCBANLANEWS247
Post a Comment (0)
Previous Post Next Post