সিজারের কতদিন পর বাচ্চা নেওয়া যায়

সিজারের কতদিন পর বাচ্চা নেওয়া যায় সিজারিয়ান মা এর শরীর অনেক ক্রিটিকাল সময় ফেস করে যার কারনে আবার বাচ্চা নেওয়ার আগে অনেক ভেবেচিন্তে নিতে হবে। সাধারণ সিজারের ২ বছর পরে  বাচ্চা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

কারন আপনার শরীর আগের সিজারিয়ান ক্রিটিকাল পজিশন থেকে পুনরায় উজ্জীবিত হতে সময় লাগবে ২ বছর। এর আগে আপনি বাচ্চা নেওয়ার কথা ভাবলে আপনি আপনার মৃত্যুর ঝুকি ডেকে আনছেন।

সিজারের কতদিন পর বাচ্চা নেওয়া যায়


সিজারের পর ব্যাথা হলে করণীয়

অস্ত্রোপচারে বা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের পর নতুন মায়েদের অনেক সময় তীব্র মাথাব্যথা হয়। 

স্পাইনাল অ্যানেসথেশিয়া বা মেরুদণ্ডে সুই ফুটিয়ে চেতনানাশক ইনজেকশন দেওয়ার কারণে এমনটা হয়। অতীতে নিম্নাঙ্গ অবশ করতে মোটা সুই ব্যবহার করা হতো। 

এ কারণে সে সময় প্রায় ৬৬ শতাংশ ক্ষেত্রেই তীব্র মাথাব্যথা হতো। কিন্তু এখন আধুনিক ও সূক্ষ্ম সুই ব্যবহার করা হয়। এ কারণে মাথাব্যথার হার ১১ শতাংশে নেমে এসেছে।

মেরুদণ্ডের ভেতর স্পাইনাল কর্ড বা মেরুরজ্জুর আবরণী ডুরাম্যাটারে অপেক্ষাকৃত বড় ছিদ্র হয়ে যাওয়াই এই মাথাব্যথার মূল কারণ। সুইয়ের আকার–আকৃতি ছাড়াও আরও কিছু বিষয় এর সঙ্গে জড়িত।

 কয়েকবারের চেষ্টায় সুই ফোটানো, পানিশূন্যতা, কম ওজন বা আগে মাথাব্যথার ইতিহাস এর মধ্যে অন্যতম। এই মাথাব্যথা সাধারণত অস্ত্রোপচারের প্রথম বা দ্বিতীয় দিন থেকে শুরু হয়, সাত দিনের কম স্থায়ী হয়।

তবে খুবই কম ক্ষেত্রে ১৪ দিন পর্যন্তও স্থায়ী হতে পারে। মাথাব্যথার তীব্রতা যদি এমন হয় যে মায়ের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে বা নবজাতককে দুধ দিতে বা যত্ন নিতে সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই ব্যথা মাথার সামনে ও পেছনের দিকে হয়, ঘাড় শক্ত হয়ে থাকে। কখনো ব্যথা দুই কানের ওপর পর্যন্ত ছড়িয়ে পড়ে, চোখের পেছনেও অনুভূত হয়।

 বসা বা দাঁড়ানো অবস্থায় বাড়ে, শুয়ে থাকলে কিছুটা প্রশমিত হয়। মাথাব্যথার সঙ্গে মাথা ঘোরা, বমি ভাব, শ্রবণশক্তি কমে যেতে পারে।

স্পাইনাল অ্যানেসথেশিয়ার পর তীব্র মাথাব্যথা শুরু হলে একজন অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ বা অবেদনবিদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অস্ত্রোপচারের পর প্রচুর পানি পান করতে হবে। 

যথেষ্ট পানি পান করতে না পারলে বা বমি ভাব থাকলে শিরায় স্যালাইন দিতে হবে। আরামদায়ক অবস্থানে শুতে হবে। অস্ত্রোপচারের পর বেশি শুয়ে থাকলে আবার পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার আশঙ্কা থাকে। 

তাই বিশেষ মোজা পরতে হতে পারে। কফি পান করলে কিছুটা আরাম পাওয়া যায়। ব্যথা কমাতে প্যারাসিটামল সেবন করা যাবে। 

যদি ব্যথানাশক, পানি বা স্যালাইন খাওয়ার কিংবা বিশ্রাম নেওয়ার পরও তীব্র মাথাব্যথা থাকে, তাহলে অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞের পরামর্শে ব্যবস্থা নিতে হবে।

সিজারের পর সহবাসের নিয়ম

আজকের আলোচনাতে রয়েছে সিজারের পর সহবাস করার নিয়ম । আজ আপনাদের জানাবো সিজারের কত দিন পর সহবাস করা যাবে। 

বাচ্চা জন্ম হওয়ার পর পরবর্তীতে সহবাস করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ছয় সপ্তাহ পর তিন মাস পর সহবাস করতে হবে। সিজারের পর সহবাস করা মেয়েদের আখাঙ্কা কম থাকে। 

প্রসবজনিত কাটাছেঁড়া ক্ষত থেকে সেরে ওঠা কয়েকদিন সময় লাগবে। তাই এই কয়দিন আপনাকে অবশ্যই সহবাস করা থেকে বিরত থাকতে হবে।

এ সময়ে নবজাতক বাচ্চার আপনাকে দরকার হয়। হরমোন লেভেলের পরিবর্তন।নবজাতককে স্তন পান করানোর কারণে স্তনে কালশিটে দাগ পড়া।

 আবেগ সংক্রান্ত ব্যাপার, যেমন প্রসব পরবর্তী বেদনা, মাতৃত্বের কারণে তৈরি হওয়া উদ্বেগ অথবা পারিবারিক ঝামেলা ইত্যাদি। কাটাছেঁড়া ও ক্ষত সম্পূর্ণ ভালো হয়ে গেলে এবং।

 আপনার গোপনাঙ্গের স্পর্শকাতর টিস্যুগুলি সম্পূর্ণ ঠিক হয়ে গেলে সহবাস করাটা নিরাপদ। ঠিক হতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে


সিজারের কতদিন পর গোসল করা যায়

সিজারের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী গোসল করা উচিত। স্বাভাবিক ভাবে তিন সপ্তাহ পর থেকেই সিজারকারি গোসল করতে পারবে। 

তবে এর আগে যদি গোসল করার প্রয়োজন পড়ে তাহলে সিজারের এস্থানে যাতে পানি প্রবেশ না করতে পারে এ বিষয়টা কে খেয়াল রেখে গোসল করতে পারবে। 

তবে অধিক সময় ধরে গোসল করা যাবে না। যদি জ্বর অথবা ইনফেকশন থাকে তাহলে সাবধানতা সাথে গোসল করতে হবে।

যাদের সিজারে বাচ্চা প্রসব করা হয় তাদের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই গোসল করা যাবে। তবে বাচ্চা প্রসবের রাস্তা দিয়ে কোন ধরনের ব্লিডিং হতে থাকলে। 

এক্ষেত্রে পর্যন্ত সময় নেওয়া যায় যতদিন না পর্যন্ত পুরোপুরি ভাবে রক্তস্রাব বন্ধ হচ্ছে। সিজারের স্থানে কোন ধরনের সমস্যা না থাকলে পরবর্তী সময় থেকেই সে গোসল করতে পারবে। 

৩ সপ্তাহ পর থেকেই সিজারের পর গোসল করা যাবে তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সিজারের স্থানে যাতে ভিজানো অবস্থায় না থাকে। 

এবং তাৎক্ষণিকভাবে তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে । এবং চেষ্টা করতে হবে সেই স্তানে ঢেকে তারপরে গোসল করার।

সিজারের স্থানে নিমের পাতা দিয়ে গরম পানি দিয়ে মুছে ফেলতে পারবেন এক্ষেত্রে ইনফেকশন জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

 এবং দৈনন্দিন গোসলের ক্ষেত্রে সিজারের রোগীকে গরম পানি দিয়ে গোসল করানো উচিত এক্ষেত্রে সতনীয় মাত্রায় গরম পানি থাকতে হবে। 

এভাবে যদি প্রত্যেকদিন সিজারের স্থানে গরম পানি দিয়ে ধৌত করা যায় তাহলে সিজারের কাটা শুকানোর সম্ভাবনা বেশি থাকে।


সিজার ইনফেকশন হলে করণীয় কি

সিজার ইনফেকশন এর লক্ষণ দেখা কোন ভাবেই অবহেলা না করে যত দ্রুত চিকিৎসক এর সরণাপন্ন হোন। চিকিৎসক আপনার লক্ষণ উপসর্গ পর্যালোচনা ইনফেকশনের কারণ যাচাই করে এন্টিবায়োটিক সাজেষ্ট করতে পারেন। 

আপনার কাটা অংশ থেকে পুজ কিংবা তরলের নমুনাকে কালচার সেনসিটিভিটি টেষ্ট করানোর পর কার্যকরী এন্টিবায়োটিক নির্বাচন করতে পারেন।

 এছাড়াও কি কারণে ইনফেকশন হয়েছে তা নির্ণয় করে সেই কারণ সমাধানের চেষ্টা করবেন। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন‌।

Post a Comment (0)
Previous Post Next Post