প্রিয় পাঠক আপনারা যারা ইসলামিক এবং অন্যান্য ধর্মীয় অবলম্বন আছেন তারা হয়ত বিভিন্ন নামের অর্থ খুঁজেন। এর জন্য আপনারা অনেকেই জানেন না কোন নামের কি অর্থ এবং কোন নামটি রাখলে ভালো হবে. এর জন্য আজকে আমি আপনাদেরকে আলামিন নামের অর্থ কি এবং আলামিন নামটি কি বাংলা না আরবি।
কোন ভাষার এই নিয়ে আলোচনা করব এবং আপনারা আরও জানবেন আলামিন নাম দিয়ে আরো কি কি নাম রাখা যায়। তাই আপনারা যারা বিভিন্ন নাম খুঁজছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলটি পুরোটা পড়ুন এবং দেখুন আপনাদের কোন নামটি পছন্দ হয়।
আপনার যে নামটি পছন্দ হবে অবশ্যই আপনার সন্তানের জন্য বা আপনার আত্মীয়-স্বজনের বাচ্চাদের জন্য পছন্দ করতে পারেন। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি আলামিন নামের অর্থ কি এবং আলামিন নামটি কি আরবি।
আলামিন নামটি কি আরবি জেনে নেই
জি হ্যাঁ আলামিন একটি ইসলামিক নাম ইসলামী পরিভাষায় বা অভিধানে আলামিন শব্দটি বেশ কয়েকবার লিপিবদ্ধ হয়েছে। কেননা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যকালে নাম ছিল আলামিন।
কেননা নবীজির আখলাক-চরিত্র দেখে মক্কার লোকেরা তার নাম দিয়েছিল আলামিন, এজন্য এই নামটি খুবই একটি সুন্দর নাম, আপনারা চাইলে এই নামটি আপনার সন্তানের জন্য পছন্দ করতে পারেন এই নামটি আরবি শব্দ।
আলামিন নামের অর্থ কি
আলামিন নামের আক্ষরিক অর্থ হলো বিশ্বাসী, এছাড়া বিভিন্ন উৎস থেকে পাওয়া আলামিন নামের অর্থ হলো বিশ্বস্ত কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আলামিন নামে ডাকতো। এইজন্য মক্কার অধিবাসীরা তার কাছে যে জিনিস আমানতের খেয়ানত হত না এই জন্য তার নাম দেওয়া হয়েছিল আলামিন, অর্থাৎ বিশ্বস্ত।
এবং সত্যবাদী তাই মক্কার লোকেরা তাদের ধর্মগুরুদের বিশ্বাস না করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্বাস করত। এজন্য তার কাছে সবাই তাদের কিন্তু এই জিনিসগুলো আমানত আর এই আমানতের ক্যান্যত হতো না কেন খ্যাত হত না বলেই তার নাম দেওয়া হয়েছিল আলামিন।
আলামিন নামের সন্তানেরা কেমন হয়
আলামিন নামের সন্তানেরা বড় হয় ঠিক কেমন হবে তা নিশ্চিত বলা যায় না তবে আলামিন নামের পরিচিত ও জনপ্রিয় যাদের ব্যাপারে শোনা যায়। তারা প্রত্যেকেই পিতামাতার জন্য নেয়ামত বাবা-মা বৃদ্ধ বয়সে আলামিন নামের সন্তান তাদের পাশে দাঁড়াবে। কিন্তু আমার দেখা মতে আলামিন নামের লোকেরা একটু বুদ্ধিমান এবং একটু সততা নিয়ে চলার চেষ্টা করে।
পাশাপাশি মা-বাবার খোঁজখবর রাখে তাই আপনারা যারা সন্তানের নাম আলামিন রাখবেন তারা অনায়াসে রাখতে পারেন। এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে যেটি আমি আরো আমার অন্য একটি গেলে জানিয়ে দেব।
আলামিন নাম দিয়ে পূর্ণ নাম
আপনারা যদি এই নামটি পছন্দ হয়ে থাকে তবে নামটি আপনার সন্তানের জন্য রাখতে পারেন, তাই আমি এখানে জানিয়ে দেবো আলামিন দিয়ে ঠিক কোন কোন নাম রাখা যায় তার একটি সাজেশন আপনারা চাইলে এখান থেকে বেঁচে নাম রাখতে পারেন।
আব্দুল্লাহ আল আলামিন, আল আমিন মাহমুদ, আল আমিন মুনতাসির, আল আমিন তালুকদার, আলামিন হসেন, আলামিন আব্দুল করিম, আল আমিন হাসান সাইফ, আল আমিন আব্দুল, আল আমিন, আলামিন হসেন, আলামিন মেয়েদের ক্ষেত্রে, রিয়াজুল ইসলাম আলামিন সাইফুল ইসলাম আল আমিন, আহমেদ আল আমিন, আলামিন।
এ ধরনের আরো অনেক নাম আছে আপনারা চাইলে এর থেকে যে কোন একটি নাম আপনার সন্তানের জন্য রাখতে পারেন।
প্রিয় পাঠক আলামিন নামের অর্থ কি সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের মতো এতোটুকুই ছিলো। আপনারা চাইলে আরো অন্য কোন নাম যদি পছন্দ করতে চান তাহলে আমার এই সাইডে অন্য আর্টিকেল দেখতে হবে, আজকের মত এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।