গ্রাফিক্স ডিজাইন কি // গ্রাফিক্স ডিজাইন কোর্স

গ্রাফিক্স ডিজাইন কি // গ্রাফিক্স ডিজাইন কোর্স

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আজকে আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে, গ্রাফিক্স ডিজাইন কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনার উদ্দেশ্য হল, বর্তমানে কমবেশী সবাই অনলাইনে থেকে ইনকামের পথ বেছে নিতে চায়। তাছাড়া গ্রাফিক্স ডিজাইন শেখা থাকলে আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য এপ্লাই করতে পারেন। 


এর জন্য আজকে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন কি এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স। আপনারা হয়ত আমার এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আশা করি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানার পরে উপকৃত হবেন। 


কারণ গ্রাফিক্স ডিজাইন শেখা থাকলে এটি বিফলে যায়না গ্রাফিক্স ডিজাইন শেখা থাকলে আপনি অনলাইনের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন। অথবা যে কোন কোম্পানির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তাহলে জেনে নেয়া যাক গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে। 

গ্রাফিক্স ডিজাইন কি বা কাকে বলে


সোজা ভাবে বলতে গেলে গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা নিজেদের ধারণা। অর্থাৎ শিল্প, এবং দক্ষতা, ব্যবহার করে ছবি, শব্দ ,পার্থ, এবং ধারনার মিশ্রণ করে একটি আলাদা নতুন ছবি তৈরি করা এটা কি বলা হয় গ্রাফিক্স ডিজাইন। 

গ্রাফিক্স ডিজাইন কি // গ্রাফিক্স ডিজাইন কোর্স


পাঠ্য, ছবি, এবং ধারনার মিশ্রণে দ্বারা তৈরি হওয়া, এই নতুন ছবি বা গ্রাফিক্স বিভিন্ন বিজ্ঞাপন, ম্যাগাজিন, বই, ওয়েবসাইট, বা সাজানো জন্য ডিজাইন তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে।  গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে অনেক রকম স্বাক্ষর ধারণা তৈরি করতে পারে আসলে এর মাধ্যমে বিভিন্ন রকমের আইডিয়া এবং জ্ঞান আমরা ছবির মাধ্যমে প্রকাশ করা। 

আরো পড়ুন

রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়

ওয়েব ডিজাইন // ওয়েব ডিজাইন কি

ব্লগিং কি // ব্লগ থেকে কি ধরনের আয় হয়

পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি

গ্রাফিক্স ডিজাইন এর কাজ আমরা নিজের হাত দিয়েও করতে পারি বা বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন এর মাধ্যমেও করতে পারি। কিন্তু অ্যাডভান্স উন্নত এবং প্রফেশনালভাবে ডিজাইন তৈরি করার জন্য আমাদের একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ব্যবহার করাটা জরুরী। 


এখন এক কথায় বলতে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্বাক্ষর ধারণা তৈরি বা ডিজাইন করতে পারি। এ বিষয়ে থাকা লাগবে নিজের দক্ষতা এবং জ্ঞানের মাধ্যমে পুরোটাই আপনার হাতের শিল্প জ্ঞান এবং ধারণার উপর নির্ভর করে। তাহলে গ্রাফিক্স ডিজাইন কি বা কাকে বলে সেটা হয়ত আপনারা ভাল করেই বুঝে গেছেন। 


এর জন্য কি কি দরকার এবং কোন ধরনের জ্ঞান প্রয়োজন যে জ্ঞানের দ্বারা আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জেনে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। তাহলে নিচে এর বিষয় অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগে এসব বিষয়ের উপরে জেনে নেয়া যাক। 


গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগে

যদি কোন কলেজ থেকে গ্রাফিক্স ডিজাইনিং এর ব্যাচেলার ডিগ্রি কোর্স করে থাকেন, তাহলে তিন থেকে চার বছর সময় লাগবে। এবং সঠিক এবং ভালোভাবে শেখার জন্য ব্যাচেলার ডিগ্রি করাটাই লাভজনক হবে। গ্রাফিক্স ডিজাইনিং এর উপরে যখন আপনার চার বছরের একটি সার্টিফিকেট থাকবে তখন যে কোন কোম্পানিতে চাকরি পাওয়া যাবে। 


আপনি চাইলে ব্যাচেলার ডিগ্রি করার পরে এই বিষয়ে মাস্টার্স ডিগ্রি করে নিতে পারেন আরো বেশি এবং পারফরম্যান্স পেশাদার বানিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনিং মাস্টার এর কোর্স করার জন্য আপনাদের আরো দুই বছর সময় লেগে যাবে। তাছাড়া যদি আপনি গ্রাফিক্স ডিজাইন এর ডিপ্লোমা কোর্স করার জন্য ভাবছেন তাহলে এতে আপনার ছয় থেকে আট মাস সময় লেগে যাবে। 


আসলেই অনেক রকমের ইনস্টিটিউট বা শিক্ষা কেন্দ্র রয়েছে যেখানে আপনারা এ বিষয়ে একটি ডিপ্লোমা কোর্স করতে পারবেন। এবং আলাদা আলাদা ইনস্টিটিউট-এর শেখানোর টেকনিক আলাদা আলাদা তবে এ বিষয়ে ব্যাচেলর ডিগ্রী করলে তিন থেকে চার বছর, ব্যাচেলার ডিগ্রি করে মাস্টার ডিগ্রি করার জন্য আরো দুই বছর সময় লাগবে। 


এবং ডিপ্লোমা কোর্স করলে প্রায় এক বছর সময় আপনার দিতে হবে গ্রাফিক্স ডিজাইন সমস্ত টেকনিক নির্ভর করবে আপনার শেখার ইচ্ছার উপরে। পাশাপাশি অনুশীলন এবং কতটা জলদি আপনি গ্রাফিক্স ডিজাইন এর উপরে ধারণা নিতে পারবেন সেগুলো আপনার উপর নির্ভর করে। 


গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি লাগে


আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এর উপরে কোর্স করতে চান তাহলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনার গ্রাফিক্স ডিজাইন সার্টিফিকেট নিতে হলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো থাকা খুবই জরুরী। কারণ গ্রাফিক্স ডিজাইন এর উপরে পোস্ট করার জন্য আপনাকে অন্তত দুটি আবেদন করতে হবে। 


প্রথম ধাপ হলো গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার বানানোর জন্য 12 ক্লাসে উত্তীর্ণ করতে হবে। কারণ যে কোন কলেজে এ বিষয়ে ডিগ্রী কোর্স করার জন্য 12 ক্লাসের সার্টিফিকেট জমা দিতে হবে। তবে আপনি 12 ক্লাসে যেকোন বিষয় নিয়ে উক্তি করলেই চলবে। 


দ্বিতীয় ধাপ হলো এ বিষয়ে ক্যারিয়ার বানানোর জন্য এবং ভবিষ্যতে আরো বেশি শিক্ষা অর্জন করার জন্য আপনার যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা, এবং এক্সপেরিয়েন্স, এর জ্ঞান থাকতে হবে। কারণ গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনার যত বেশি এইসব থাকবে ততই আপনার জন্য রয়েছে যেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। 


আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার বানানো কথা ভাবছেন এই ধরনের দক্ষতা জরুরি, কারণ গ্রাফিক্স ডিজাইন কাজ করতে হলে আপনাকে বিভিন্ন বিষয়ের উপরে দক্ষতা থাকা খুবই জরুরী। 


কারণ গ্রাফিক্স ডিজাইন এর উপরে কাজ করতে হলে এসবের খুবই প্রয়োজন, আপনি যতই নতুন নতুন ডিজাইন নিয়ে ভাবনা চিন্তা করবেন আপনার গ্রাফিক্স ডিজাইন লাইভ উন্নত হবে। 


গ্রাফিক্স ডিজাইন কোর্স

আপনি গ্রাফিক্স ডিজাইন কোর্স কেন করবেন আসলে বর্তমান সময় হলে পেশাজীবীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। নতুন অনেকেই গ্রাফিক্স ডিজাইন হওয়ার স্বপ্ন দেখছেন ফলে গত কয়েক দশকে গ্রাফিক্স ডিজাইন পেশাটি অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে। 


সৃজনশীল এবং শৈল্পিক ক্যারিয়ারের পাশাপাশি কাজের ব্যাপক পরিসর নবীনদেরকে গ্রাফিক ডিজাইনকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী করে তুলছে। এমনকি এ পেশায় স্বাধীনভাবে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে। 


আমাদের সমাজে এক শ্রেণীর যুবক আছে যারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা শিখে এবং দক্ষ হয় এবং ঘরে বসে গ্রাফিক ডিজাইনের কাজ করে যথেষ্ট অর্থ উপার্জন করে। বর্তমান তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণে গ্রাফিক ডিজাইনের পরিধিও বহুগুণ বেড়েছে।


আমাদের পরামর্শদাতারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে U-I/U-X ডিজাইন ওয়েব মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সহ সব ধরনের ডিজাইন নিয়ে কাজ করছেন। বাংলাদেশে আমরাই প্রথম যারা দক্ষ এবং ব্যবহারিক পরামর্শদাতাদের হাতে-কলমে শেখার সুযোগ প্রদান করে এবং চালিয়ে যাচ্ছি। 


আমাদের প্রশিক্ষকরা কাজ করে এবং নিজেদের শেখান। বেশিরভাগ জায়গায় প্রশিক্ষকরা নিজেরা কাজ করেন না তারা শুধু শেখান। কোথা থেকে শিখবেন তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। যারা কাজ করে নিজেদের শেখান তাদের কাছ থেকে শিখবেন? নাকি যে শুধু শেখায় তার কাছ থেকে শিখবে। 


গ্রাফিক্স ডিজাইন যেসব জিনিস শেখানো হয়

এডোবি ফটোশপ। 

এডোবি ইলাস্টেটর। 

লোগো ডিজাইন। 

ব্যানার ডিজাইন। 

ক্লিপিং পাথ। 

মাল্টিপাথ। 

কালার কারেকশন। 

ইনফোগ্রাফিক ডিজাইন। 

ওয়েব টেমপ্লেট ডিজাইন। 

ইলাস্ট্রেশন ডিজাইন। 

টাইপোগ্রাফি। 

ভিউজুয়্যাল হায়ারার্কি। 

ইউজার ইনটারফেস ডিজাইন। 

ইউজার এক্সপেরিয়্যান্স ডিজাইন। 


আপনি যদি গ্রাফিক্স ডিজাইন খুব সহজেই শিখতে চান তাহলে আমরা এখানে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কিছু লিঙ্ক দিয়ে দিলাম। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের করতে চান তাহলে অবশ্যই আপনি এই লিংক থেকে গ্রাফিক্স ডিজাইনের উপরে ভালো কিছু জানতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন এর ভিডিও এই ভিডিওগুলো আপনাকে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে সাহায্য করবে। 


https://drive.google.com/file/d/1ivbjiv48YDYP__bE6-1opNdMOfUuU81K/view?usp=sharing

https://drive.google.com/file/d/1Wy2Eu_qxfMpHwSkylyoxNm8YUX5I92VK/view?usp=sharing

https://drive.google.com/file/d/102AEsMhe7r1lAn3SbaokEbFCuPlT2k8X/view?usp=sharing

https://drive.google.com/file/d/16V3H2VxOqDVdA31dmyjUS0Q7gyfeTpTd/view?usp=sharing

https://drive.google.com/file/d/173sQqhoFqh3ycS0uobEKxsqUF5GUFJTi/view?usp=sharing

https://drive.google.com/file/d/1TRs3VrGRsXpDu5ozKULcTG7aZMk8pa-6/view?usp=sharing

https://drive.google.com/file/d/1AV2JClwSN0dgF1781Qn2G0lvwZQW11cn/view?usp=sharing

https://drive.google.com/file/d/11lmUB4Ky45YkqM2OhDnyjb36YUaAqo42/view?usp=sharing

https://drive.google.com/file/d/1fCcEhQB2uiOs47YPgyS2LaeM9OSHssLD/view?usp=sharing

https://drive.google.com/file/d/1HnITHIboGPvlUbAgXuSmF26TzJ0Ed2wV/view?usp=sharing

প্রিয় পাঠক ভাই ও বোনেরা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের মতো এতোটুকুই। আশা করি আমার এই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে হয়তো কিছু বুঝতে পেরেছেন। 

আশাকরি আপনারা আমার এই গ্রাফিক্স ডিজাইন কি এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স এই পোষ্টটি সম্পর্কে বিস্তারিত ভাবে দেখে বুঝে আপনি এবার ঠিক করুন আপনি গ্রাফিক্স ডিজাইনার কোর্স করবেন কিনা।  সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আমার যতটুকু সম্ভব গ্রাফিক ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পর্কে আলোচনা করেছি এতোটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। 


8th Post
Post a Comment (0)
Previous Post Next Post