চিরতরে মেছতা দূর করার উপায় কি

চিরতরে মেছতা দূর করার উপায় কি

প্রিয় পাঠক আপনাদের সাথে আলোচনা করব চিরতরে মেছতা দূর করার উপায় কি মেছতা দূর করার উপায় অনেকগুলো রয়েছে। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বেশিরভাগ মুখে মেছতা দাগ দেখা যায় তাই আপনাদের সাথে আলোচনা করব চিরতরে মেছতার দাগ দূর করার উপায় কি এই সম্পর্কে। 


আমাদের বয়স বাড়ার সাথে সাথে মেছতার দাগ দেখা যায় এই মেছতা দাগের কারণে অনেক সময় অনেক বিবৃতি কর মধ্যে পড়তে হয়। এই মেছতা দাগের কারণে বন্ধুদের সামনে বা সামাজিক পর্যায়ে চলাফেরা করতে গেলে একসময় লজ্জাকর পরিস্থিতিতে সম্মুখীন হতে হয়। 


তাই আমরা আপনাদের চিরতরে মেছতার দাগ দূর করার উপায় কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই পোস্টের মাধ্যমে। আপনারা যারা চিরতরে মেছতা দাগ দূর করতে চান তারা অবশ্যই আমাদের চিরতরে মেছতা দূর করার উপায় কি এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। তারপর এর থেকে ভালো কিছু শিখুন যাতে আপনারা চিরতরে মেছতার দাগ দূর করতে পারেন। 

চিরতরে মেছতা দূর করার উপায় কি


মুখ থেকে চিরতরে মেছতার দাগ দূর করার পদ্ধতি


চিরতরে মেছতার দাগ দূর করার জন্য প্রথমে কিছু প্রাকৃতিক উপায়ে সাহায্য ফেসপ্যাক তৈরি করে নিতে হবে এর জন্য আপনাকে যা করতে হবে। 


প্রথমে 1 টেবিল-চামচ চন্দনের গুঁড়া দ্বিতীয়তে 1 টেবিল চামচ লেবুর রস তারপরে একটি ভিটামিন ই ক্যাপসুল আর পরিমাণমতো গোলাপজল। 


মেছতার দাগ দূর করতে ফেসপ্যাক তৈরি করার প্রক্রিয়া


প্রথমে একটি লেবু পরিষ্কার করে কেটে নিয়ে রস বের করে নিন তারপরে একটি ছোট পরিষ্কার পাত্রে চন্দনের গুঁড়া, লেবুর রস, এবং ভিটামিন ই ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণের সাথে পরিমাণমতো গোলাপজল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। দেখবেন এই পেস্ট অতিরিক্ত পাতলা করা যাবেনা ঘন রাখতে হবে। 


মেছতা দাগ দূর করতে তকে ফেসপ্যাক এর ব্যবহারের প্রক্রিয়া

চিরতরে মেছতা দূর করার উপায় কি


প্রথমে আপনার ত্বক পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন অথবা কুসুম গরম পানিতে তুলা ভিজিয়ে মুখ ভালো করে মুছে নিন। তারপরে একটি লেবু ছোট করে কেটে নিন কাটা অংশের উপর ১ চা চামচ মধু দিয়ে মুখে মেছতার দাগ এবং সম্পূর্ণ ভালোভাবে তিন মিনিট স্ক্রাব করে নিন। 


তিন মিনিট পর মুখ ভালো ভাবে ধুয়ে নিন পরিষ্কার হাত অথবা ব্রাশের সাহায্যে ফেসপ্যাক মুখে ভালভাবে লাগিয়ে নিন। ফেইস প্যাকটি লাগিয়ে ৫ থেকে ৭ মিনিট মেছতা দাগের অংশে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন। এরপর ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন যেন প্যাকটি মুখের উপর শুকিয়ে যায় একটি শুকিয়ে গেলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন। 


নোটিশ


উপরে ব্যবহৃত কোন উপকরণ ত্বকের জন্য এলার্জি হলে তার ব্যবহার করবেন না রোদে বের হবার সময় ছাতা অথবা ক্যাপ ব্যবহার করবেন। ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই মশ্চারাইজার করে নিবেন যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল অর্থাৎ সেনসিটিভ। 


তারা লেবুর পরিবর্তে অর্ধেক পাকা টমেটো ব্যবহার করবেন দূরত্ব এবং মেছতা দাগ দূর করতে সপ্তাহে অন্তত তিন থেকে চার বার রেস্পেক্ট ই উপরে উল্লেখিত পদ্ধতিতে ব্যবহার করবেন। তাহলে আশা করি অবশ্যই আপনার চিরতরে মেছতা দূর করা সম্ভব। 

চিরতরে মেছতা দূর করার উপায় কি


চিরতরে মেছতার দাগ দূর করার আরো দুইটি উপায়


প্রথমে হলো লেবুর রস লেবুর রস অনেক উপকারী কার্যকর একটি জিনিস এটি ব্যবহার করতে হলে একটি লেবুর রস নিন। এবার একটি কটন মেছতায় আক্রান্ত স্থানে এই রস লাগিয়ে নিন ২ মিনিট আলতো করে ঘষুন এবং ২০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন দুইবেলা এই পদ্ধতি অনুসরণ করলে তিন সপ্তাহের মধ্যে অবশ্যই ভাল ফলাফল পাবেন। 


দুই নম্বর হলো হলুদ দুধ

চিরতরে মেছতা দূর করার উপায় কি


হলুদ ও দুধ ত্বকের ভালো উপকারিতা করে এটি ব্যবহার করতে হলে ৫ টেবিল চামচ হলুদের গুড়া সঙ্গে ১০ টেবিল চামচ দুধ ভালো করে মিশিয়ে নিন। এবং এই মিশ্রণের সঙ্গে এক টেবিল চামচ ময়দা মেশাতে পারেন এরপর তার উপরে এই পেষ্ট লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য অবশ্যই প্রতিদিন একবার ব্যবহার করতে হবে। 


প্রিয় পাঠক চিরতরে মেছতা দূর করার উপায় কি এই সম্পর্কে এই পোস্টটি আজকে এতোটুকুই আশা করি এর থেকে আপনারা ভাল ফলাফল পাবেন। তাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লেখার মাঝে কোন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। 


Post a Comment (0)
Previous Post Next Post