হজ || আর হজ করতে কত টাকা লাগে

হজ  || আর হজ করতে কত টাকা লাগে

আসসালামুআলাইকুম প্রিয় পাঠক আজকে আপনাদের সাথে আলোচনা করব হজ আর হজ করতে কত টাকা লাগে।  হজ হলো আমাদের ইসলামিক ধর্মের একটি পবিত্র এবাদত তাই আজকে আপনাদের সাথে হজ নিয়ে আলোচনা করব আমরা এই হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 



সৌদি আরব জানিয়েছে করোনা ভাইরাসের টিকা নেয়া বিদেশি তারা এখন থেকে ওমরা পালনের জন্য পবিত্র নগরী মক্কার মদিনায় যেতে পারবে। 


করোনাভাইরাস মহামারীর কারণে সৌদি আরব 18 মাস আগে তারা সীমান্ত বন্ধ করে দিয়েছিল তবে এখন থেকে সৌদি আরবে হজ পালনের জন্য বিভিন্ন দেশের বিদেশিদের ঢুকতে দেওয়া হবে। 


মুসলমানদের মধ্যে যাদের সাধ্য আছে তাদের পুরো জীবনে অন্তত একবার একবার হলেও হজ পালন করতে হয়। মক্কা যাওয়া ধর্মীয় বিধানের প্রতি বছরের একটি নির্দিষ্ট সময় হজ অনুষ্ঠিত হয় যেমন 2022 সালের হজ হবে ৭ হতে ১২জুলাই এর মধ্যে। 


কিন্তু ওমরা বছরের যেকোনো সময় পালন করা যায় এবং ওমরা মক্কা এবং মদিনা সফর করতে হয়।  গোটা বিশ্ব থেকে প্রতি বছর লাখ লাখ মুসলিম মক্কা ও মদীনায় যান ওমরা পালনের জন্য সৌদি প্রবাসী এজেন্ডা নিয়েছে শুরুতেই কর্তৃপক্ষ প্রতি মাসে 6000 মানুষকে ওমরা পালনের অনুমতি দেবেন তবে এই সংখ্যা বাড়িয়ে মাসে 20 লাখ পর্যন্ত করা হবে। 


সৌদি সৌদি আরব যেমনটি কার অনুমোদন দিয়ে সে তার মধ্যে আছে ফাইজার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা মডার্না এবং জনসন এন্ড জনসন। 


সৌদি ডেপুটি হজ মন্ত্রী আব্দুল্লাহ ফাহাদ বিন সুলাইমান মাসোয়ারা উল্লেখ করেন সৌদি প্রেস এজেন্সি জানায় ওমরা করতে যাওয়ায় বিদেশিদের প্রয়োজনে কোয়ারেন্টাইন এ থাকতে রাজী হতে হবে। 


এবার হজ ফ্লাইট শুরু হচ্ছে ৩১ মে হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1 লক্ষ 40 হাজার টাকা বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সমাবেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো মাহবুব আলী সাংবাদিকদের এ তথ্য জানান। 


মাহবুব আলী জানান 75 ফ্লাইটে মোট 31000 হজ্বযাত্রী এবার সৌদি আরব যাবেন তিনি বলেন এবছর হাজীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1 লক্ষ 40 হাজার টাকা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন হজের মহাসচিব শাহাদাত হোসেন তিনি গণমাধ্যমকে জানান ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের বিমান ভাড়া প্রস্তাব1 লক্ষ 25 হাজার টাকা বিমান মন্ত্রণালয়কে অনুরোধ  করা হয় সে ভাড়া আরো কমানোর জন্য। 


হজ পালনে শর্ত

হজ  পালনের জন্য মুসলমানদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় এগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো আর্থিক এবং শারীরিক সামর্থ্য। 


ইসলামে সূত্র অনুযায়ী আর্থিক এবং শারীরিক সামর্থ্য ছাড়াও নারীদের জন্য তৃতীয় একটি শর্ত উল্লেখ করা হয় সেটি হল যাওয়ার জন্য নারীকে স্বামী অথবা মাহরুম বলতে [যে 14 জন পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে ] তাদের যেকোনো একজন সঙ্গে নিতে হবে। 


যাদের মাহরুম নেই তাদের হজ্জে যাওয়ার ধর্মীয় বাধ্যবাধকতা নেই মাহরাম ব্যতীত হজের জন্য নারীদের সৌদি আরবের ভিসা প্রদান করা হয়।  না বলা হয়ে থাকে মাহরাম ব্যতীত হজ করতে যাওয়া তাদের হজ হয়না তাছাড়া কোন সফরে মাহরাম ছাড়া গেলে তাদের গুনাগার পাপী হতে হয়। 

এহরাম

এহরাম হজ কালীন সার্বিক অবস্থাকে বলা হয় এরাম যার প্রধান চিহ্ন হল দুই খণ্ড সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করতে হয় দুটি পুরুষের জন্য দুটি সাদা সেলাইবিহীন সাদা কাপড় পড়ে থাকা।  যার একটি কোমরের চারপাশে জড়িয়ে হাটুর নীচ পর্যন্ত কাদের উপর দিয়ে টানা হয়।  


এবং ডান দিকে বাঁধা থাকে মহিলাদের জন্য সাধারণ পোশাক পড়া যায় হাত ও মুখ উন্মুক্ত করে অর্থাৎ খোলা রাখতে পারবে একে বলা হয় এরাম এর নির্দিষ্ট স্থানকে বলা হয় মিকাত হজের সময় তালবিয়া নামক দোয়া পাঠ করতে হয়। 


তালবিয়া অর্থাৎ তাকবীর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াননি'মাতা  লাকা ওয়ালমুলক লা শারিকা লাকা  লাব্বাইক। 


তাওয়াফ

তাওয়াফ হলো কাবা শরীফের দক্ষিণ-পূর্ব থেকে শুরু করে একাধিক ক্রমে ৭ বার কাবা শরীফ প্রদক্ষিণ করা কে ইসলামের তাও বলা হয় অর্থাৎ ৭ঘোড়াকে তাওয়াফ  বলে। 



প্রিয় পাঠক ভাই ও বোনেরা হজ সম্পর্কে আজকে এতোটুকুই আমার জানা যতটুকু সম্ভব ততটুকু এখানে তুলে ধরেছি তাই আমাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ পালন করতে যাবেন। কারণ হজ হলো ইসলাম ধর্মের একটি ফরজ কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।


Post a Comment (0)
Previous Post Next Post