কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া

কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া

আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি তাই অনেকেই কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া জানি না। 

কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া

কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া


ঈদুল আযহা ঈদুল আযহা কোরবানির পশু জবাই করা আল্লাহর অশেষ নেয়ামত এই দিনটা আল্লাহর প্রতি ভালোবাসা থেকেই আল্লাহর নামে পশু কোরবানি করে উৎসর্গ করা হয়। তাই কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া জেনে নেওয়া ভালো।


কোরবানির পশু জবাই করা নিজের পশু নিজে জবাই করা উত্তম বলতে। মোস্তাহাব যদি নিজের দ্বারাই সম্ভব না হয় তাহলে অন্যের ধারা করানোর সময় এক্ষেত্রে [ জবাইয়ের সময় ] কোরবানির দাতা সামনে থাকতে হবে মানে যে [ কোরবানি দিয়েছে ] তাকে সামনে থাকতে হবে। 


কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া তুলে ধরা হলো


জবাই করার পদ্ধতি জবাই করার সময় পশুকে কেবলামুখী করে শোয়ানো অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা।  যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলা প্রত্যাখ্যান করে জবাইকৃত পশু হারাম বলে গণ্য হবে। 


আর যদি কেউ ভুলবশত বিসমিল্লা ছেড়ে দেয় অর্থাৎ না পরে সেটা খাওয়া বৈধ হবে।  তাই আমরা অবশ্যই খেয়াল রাখব জবাই করার সময় জানি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে। 


জবাই করার সময় কন্ঠনালী খাদ্যনালী এবং উভয় পাশের দুইটির অর্থাৎ মোট চারটি রগ কাটা জরুলি কমপক্ষে যদি তিনটি রগ কাটা হয় তবে কোরবানী শুদ্ধ হবে কিন্তু যদি না হয় তবে কোরবানী দূরত্ব হবে না মানি [ কবুল হবে না ]।
কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া



কোরবানির পশু জবাই করার সময় ছুরি ভালোভাবে ধার দিয়ে নেওয়া যাতে জবাইয়ের সময় পশুর অপ্রয়োজনীয়' কষ্ট না হয়। এ ক্ষেত্রে দেখা যায় যেমন একটা ছুরি দিয়ে জবাই করা শুরু করে চামড়া কিছুটা কেটে আবার আর একটা ছুরি দিয়ে অথবা আবার  পরিবর্তন করে জবাই করে ইত্যাদি। 


অনেক সময় দেখতে পাই যে কোরবানির পশু জবাই করতেছে সে পারে না অন্য আরেকজনকে সাহায্যর জন্য ডাকে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাতে হবে। 


কোরবানির পশু জবাই করার সময় উচ্চস্বরে নিয়ত করা জরুরি নয় অবশ্যই মনে মনে এই নিয়ত করা যে আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানী আদায় করছি তবে মুখে দোয়া পড়া উত্তম। 


 কোরবানির পশু কেবলামুখী কোরিয়া সরানোর পর এই দোয়া পড়া। 


 ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি পাথর সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি , জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন  আল্লাহুম্মা মিনকা ও লাকা। 


অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানির পশু জবাই করা কোরবানির পশু জবাই করার পরে এই দোয়া পড়া। 


আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না তাকাব্বাল মিন্না হাবিবিকা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি ইব্রাহীমা আলাইহিমাস সালাতা ওয়াস সালাম। 


তবে লক্ষ্য রাখতে এটা জেনে যে যদি নিজে জবাই করে তাহলে বলতে হবে মিন্নি আর অন্যের কোরবানির পশু জবাই করার সময় মিন বলে যারা কুরবানী আদায় করে  তাদের নাম বলা। 
কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া



তাই আমরা কোরবানির পশু যারা জবাই করব বা নিজের টা জবাই করব অবশ্যই খেয়াল রাখব এই দোয়া গুলি পড়ার না হয়ত কোরবানি কবুল হবে না। 


আমরা অনেক টাকা বা নিজের পশু খরচা করে যে কোরবানি দেই যদি আল্লাহতালার দরবারে কবুল না হয় তাহলে সবকিছুই বৃথা তাই খেয়াল রাখবেন এগুলো পড়া অতি জরুরী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম। 

Post a Comment (0)
Previous Post Next Post