বাংলাদেশের দিবস সমূহ || ১০ ডিসেম্বর কি দিবস || কোনদিন কি দিবস

 বাংলাদেশের দিবস সমূহ


সরকারি ছুটির দিনের জন্য, বাংলাদেশের সরকারি ছুটির দিন দেখুন।

এই নিবন্ধটি বাংলাদেশে পালিত আন্তর্জাতিক, বৈশ্বিক, সরকারি দিবসসমূহের একটি তালিকা। বিশ্ব দিবস তালিকা সাথে বিভ্রান্ত হবে না।

বাংলাদেশে পালিত দিবসসমূহ দ্বারা বোঝানো হচ্ছে বাংলাদেশের স্বকীয় ও বিশ্বব্যাপী পালিত দিবসসমূহকে। এই সবগুলো দিবসের তালিকা নিম্নে প্রণীত হলো। দিবসগুলোর অধিকাংশই প্রায় নিয়মিত পালিত হয় এবং হয়ে আসছে। কিন্তু কিছু কিছু দিবস, বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাবলে, প্রতিহিংসাবশত, ঐ রাজনৈতিক দলের ক্ষমতা চলাকালীন রাষ্ট্রীয়ভাবে পালিত হয় না। আন্তর্জাতিক ও বৈশ্বিক দিবসগুলোর জন্য সরকারি ও আন্তর্জাতিকভাবে অর্থ বরাদ্দ পাওয়ার প্রেক্ষিতে তা পালিত হয়।

পরিচ্ছেদসমূহ

বাংলাদেশের দিবসসমূহ

১.১ জানুয়ারি

১.২ ফেব্রুয়ারি

১.৩ মার্চ

১.৪ এপ্রিল

১.৫ মে

১.৬ জুন

১.৭ জুলাই

১.৮ আগস্ট

১.৯ সেপ্টেম্বর

১.১০ অক্টোবর

১.১১ নভেম্বর

১.১২ ডিসেম্বর

বৈশ্বিক দিবসসমূহ

২.১ জানুয়ারি

২.২ ফেব্রুয়ারি

২.৩ মার্চ

২.৪ এপ্রিল

২.৫ মে

২.৬ জুন

২.৭ জুলাই

২.৮ আগস্ট

২.৯ সেপ্টেম্বর

২.১০ অক্টোবর

২.১১ নভেম্বর

২.১২ ডিসেম্বর

আন্তর্জাতিক দিবসসমূহ

৩.১ জানুয়ারি

৩.২ ফেব্রুয়ারি

৩.৩ মার্চ

৩.৪ এপ্রিল

৩.৫ মে

৩.৬ জুন

৩.৭ জুলাই

৩.৮ আগস্ট

৩.৯ সেপ্টেম্বর

৩.১০ অক্টোবর

৩.১১ ডিসেম্বর

আরো দেখুন

তথ্যসূত্র

বাংলাদেশের দিবসসমূহ

শুধুমাত্র বাংলাদেশের নিজস্ব দিবসগুলোকে "বাংলাদেশের দিবস" বলা হচ্ছে। এই দিবসগুলো শ্রেফ বাংলাদেশেই পালিত হয়। অবশ্য, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসি বাঙালিরাও এই দিবসগুলো সীমিতাকারে পালন করে থাকেন।


জানুয়ারি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস* : ১০ জানুয়ারি

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন দীর্ঘ ১০ মাস কারাভোগের পর ১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে স্বদেশে (বাংলাদেশের ভুখন্ডে) ফিরে আসেন, তারই উপলক্ষে এই দিবসটি পালিত হয়।[১]

জাতীয় শিক্ষক দিবস : ১৯ জানুয়ারি

শহীদ আসাদ দিবস : ২০ জানুয়ারি

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে আমানুল্লাহ আসাদুজ্জামান নামের একজন ছাত্রনেতা তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) শাসক আইয়ুবশাহীর পতনের দাবীতে মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হন। তিনি ১৯৬৯ সালের বাঙালির গণ-আন্দোলনে তৎকালীন পূর্ব-পাকিস্তানের তিন শহীদদের একজন, অন্য দু'জন হচ্ছেন- শহীদ রুস্তম ও শহীদ মতিউর।[২]

গণঅভ্যুত্থান দিবস : ২৪ জানুয়ারি

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে তৎকালীন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলে, মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান। সেই গণঅভ্যুত্থানের স্মরণে এই দিনটি পালিত হয়।[৩]

কম্পিউটারে বাংলা প্রচলন দিবস : ২৫ জানুয়ারি

প্রবাসী প্রকৌশলী সাইফুদ্দাহার শহীদ ১৯৮৫ খ্রিস্টাব্দে অ্যাপলের ম্যাকিন্টোশ কম্পিউটারে এদিন প্রথম বাংলা লিখন চালু করেন।[৩]

সলঙ্গা দিবস : ২৭ জানুয়ারি

ফেব্রুয়ারি


প্রতি বছর ৫ ফেব্রুয়ারি পালিত বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার দিবসের একটি পোস্টার। প্রচারেঃ গণগ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্থান: জাতীয় গণগ্রন্থাগার, শাহবাগ, ঢাকা।

জাতীয় গ্রন্থাগার দিবস : ০৫ ফেব্রুয়ারি

সড়ক হত্যা দিবস: ১১ই ফেব্রুয়ারি

সুন্দরবন দিবস : ১৪ ফেব্রুয়ারি

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে দিবসটিকে সুন্দরবন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।[৪]

শহীদ দিবস: ২১ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : ২১ ফেব্রুয়ারি

জাতীয় পরিসংখ্যান দিবস : ২৭ ফেব্রুয়ারি

জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস : ২৮ ফেব্রুয়ারি

১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে ড. মো. ইব্রাহিমের উদ্যোগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়। তাই এই দিনটিকে ডায়াবেটিস সচেতনতা তৈরিতে উপজীব্য করা হয়। এছাড়াও প্রতি বছরই ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়।[৫]

মার্চ

জাতীয় বিমা দিবস : ১ মার্চ

জাতীয় ভোটার দিবস : ২ মার্চ

জাতীয় পতাকা দিবস : ২ মার্চ

টাকা দিবস : ৪ মার্চ[৬]

জাতীয় পাট দিবস : ৬ মার্চ

ঐতিহাসিক ৭ ই মার্চ জাতীয় দিবস: ৭ মার্চ

জাতীয় নারী দিবস: ৮ মার্চ

শিশু দিবস : ১৭ মার্চ

বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখে শিশু দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ২০১১ খ্রিস্টাব্দ[তথ্যসূত্র প্রয়োজন] থেকে।

পতাকা উত্তোলন দিবস* : ২৩ মার্চ

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। এই দিবসটি বাংলাদেশের স্বাধীনতার চেতনাস্বরূপ পালিত হয়।[৭]

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস : ২৬ মার্চ

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আনুষ্ঠানিকভাবে বাঙালিদের প্রতি আহ্বান জানানো হয়, যা 'স্বাধীনতার ঘোষণা' হিসেবে সমধিক পরিচিত। ঐ দিন বেশ কয়েকবার সম্প্রচার মাধ্যমগুলোতে এই ঘোষণা প্রচারিত হয় এবং বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগদান করে। এই যুদ্ধ ঐ বছরই ১৬ ডিসেম্বর সমাপ্ত হয় এবং পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে ও বাংলাদেশ নামক নতুন একটি দেশ আত্মপ্রকাশ করে। এর পর থেকে প্রতি বছর মার্চ মাসের এই দিনটিকে 'স্বাধীনতা ঘোষণার দিবস' বা 'স্বাধীনতা দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস : ৩১ মার্চ

১৯৯৮ খ্রিস্টাব্দ থেকে প্রতিবছর বাংলাদেশে, দুর্যোগ মোকাবিলা করার প্রস্তুতিস্বরূপ এই দিবসটি পালিত হয়ে আসছে।[৮]

এপ্রিল

জাতীয় প্রতিবন্ধী দিবস : ২ এপ্রিল

জাতীয় চলচ্চিত্র দিবস: ৩ এপ্রিল

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ : ১৪ এপ্রিল

বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বর্ষশুরু দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে।

মুজিবনগর দিবস* : ১৭ এপ্রিল

১৯৯৭ খ্রিস্টাব্দে ব্রাজিলের কুরিতিবা শহরে এক সমাবেশের আয়োজন করে নদীর প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়া হয়। তাইওয়ান, ব্রাজিল, চিলি, লেসোথো, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে অংশগ্রহণ করা লোকজনই সর্বপ্রথম এই দিনে নদীকৃত্য দিবস পালনের ঘোষণা দেন।[২৮]

বিশ্ব পাই দিবস: ১৪ মার্চ

পাই দিবস বা আপাত পাই দিবস গাণিতিক ধ্রুবক পাই (π)-এর সম্মানে উদযাপনের দিন। পাই-এর মান প্রায় ৩.১৪ বলে প্রতি বছর মার্চ ১৪ (৩/১৪) পাই দিবস হিসাবে পালিত হয়। ১৯৮৮ খ্রিস্টাব্দে ল্যারি শ' যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো এক্সপ্রোরেটরিয়ামে সর্বপ্রথম পাই দিবস উদযাপন করেন। তাছাড়া এই দিনে বিজ্ঞানী আইনস্টাইনেরও জন্মদিন।[২৯] তবে আপাত পাই দিবস নানা দিনে পালিত হয়ে থাকে।

বিশ্ব পঙ্গু দিবস: ১৫ মার্চ

বিশ্ব ভোক্তা অধিকার দিবস: ১৫ মার্চ

বিশ্ব ক্রেতা দিবস: ১৫ মার্চ

বিশ্ব শিশু ও যুব থিয়েটার দিবস: ২০ মার্চ

বিশ্ব বন দিবস: ২১ মার্চ

বিশ্ব কবিতা দিবস: ২১ মার্চ

বিশ্ব বর্ণবৈষম্য দিবস: ২১ মার্চ

বিশ্ব পানি দিবস: ২২ মার্চ

বিশ্ব আবহাওয়া দিবস: ২৩ মার্চ[৭]

বিশ্ব যক্ষ্মা দিবস: ২৪ মার্চ[৭]

আর্থ আওয়ার: ২৬ মার্চ

বিশ্ব নাট্য দিবস: ২৭ মার্চ

এপ্রিল

বিশ্ব অটিজম সচেতনতা দিবস: ২ এপ্রিল

বিশ্বব্যাপী অটিজম বা মানব-প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা তৈরিতে ২০০৮ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।[৮]

বিশ্ব শিশু বই দিবস : ২ এপ্রিল

বিশ্ব মাইন বিরোধী দিবস : ৪ এপ্রিল

বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল

বিশ্ব পথ শিশু দিবস : ১২ এপ্রিল

বিশ্ব কণ্ঠ দিবস: ১৬ এপ্রিল

২০০২ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।[৯]

বিশ্ব হিমোফেলিয়া দিবস : ১৭ এপ্রিল

বিশ্ব ধরিত্রী দিবস: ২২ এপ্রিল

২০০৯ খ্রিস্টাব্দে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মরোলেস-এর প্রস্তাবে এ দিনটিকে বিশ্ব ধরিত্রি দিবস হিসেবে পালনের ব্যাপারে জাতিসংঘ অনুমোদন দেয়।[৯]

বিশ্ব বই দিবস বা বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ত্ব দিবস: ২৩ এপ্রিল

বিশ্ব ভেটেরিনারি দিবস: ২৪ এপ্রিল[৩০]

বিশ্ব ম্যালেরিয়া দিবস : ২৫ এপ্রিল

বিশ্ব মেধাসম্পদ দিবস: ২৬ এপ্রিল[৩০]

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস : ২৬ এপ্রিল

বিশ্ব নকশা দিবস : ২৭ এপ্রিল

বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস: ২৮ এপ্রিল[৩০]

বিশ্ব নৃত্য দিবস : ২৯ এপ্রিল

মে

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস: ৩ মে

বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস: ৮ মে

বিশ্ব মা দিবস: দ্বিতীয় রবিবার

বিশ্ব পরিযায়ী পাখি দিবস: ১৪ মে

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস (ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে) : ১৭ মে: ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের উদ্যোগে বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপের ব্যাপারে সচেতনতার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়।[১০]

বিশ্ব টেলিযোগাযোগ দিবস: ১৭ মে

আন্তর্জাতিক জাদুঘর দিবস: ১৮ মে: ১৯৭৮ খ্রিস্টাব্দ থেকে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ এই দিবসটি পালিত হয়ে আসছে।[১০]

বিশ্ব জীব বৈচিত্র্য দিবস: ২২ মে

বিশ্ব রজঃস্রাব স্বাস্থ্যবিধি দিবস: ২৮ মে

বিশ্ব তামাকমুক্ত দিবস: ৩১ মে

জুন

বিশ্ব বাবা দিবস: তৃতীয় রবিবার।

ধারণা করা হয়, ১৯০৮ খ্রিস্টাব্দের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমেন্টের এক গির্জায় দিবসটি প্রথম পালিত হয়। বিশ্বব্যাপী মা দিবসের অনুকরণে বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশার্থে দিবসটি পালিত হয়।[৩১]

বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন

বিশ্ব মহাসাগর দিবস: ৮ জুন

বিশ্ব ব্রেইন টিউমার দিবস: ৮ জুন

২০০০ খ্রিস্টাব্দে জার্মান ব্রেইন টিউমার এসোসিয়েশন এ দিনটি পালনের সিদ্ধান্ত নেয়।[১৫]

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস: ১২ জুন[তথ্যসূত্র প্রয়োজন]

শিশু অধিকার প্রতিষ্ঠা ও রক্ষাকল্পে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে একজোটে কাজ করতে উদ্বুদ্ধ করতে এই দিবসটি পালিত হয়। ২০০২ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শ্রম সংস্থা দিবসটি পালনের ঘোষণা দেয়।[১৫]

বিশ্ব রক্তদাতা দিবস: ১৪ জুন

বিশ্বব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীকে বেগবান করতে ও রক্তদাতাদের উৎসাহিত করতে ২০০৪ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।[৩১]

বিশ্ব মরুময়তা দিবস (World Day to Combat Desertification and Drought): ১৭ জুন

বিশ্ব সঙ্গীত দিবস: ২১ জুন

জুলাই

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস: ২ জুলাই[৩২]

বিশ্ব জনসংখ্যা দিবস: ১১ জুলাই

জনসংখ্যা ইস্যুতে সচেতনতা বাড়ানো এবং এ-সংক্রান্ত পরিবেশ ও উন্নয়নের সম্পর্ককে লক্ষ্য রেখে এ দিবসটি ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে উদ্‌যাপন করে আসছে।


বিশ্ব বাঘ দিবস (Global Tiger Day): ২৯ জুলাই

২০১০ খ্রিস্টাব্দের ২৯ জুলাই থেকে এই দিবসটি বিশ্ব বাঘ দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

বিশ্ব বন্ধুত্ব দিবস: ৩০ জুলাই

আগস্ট

বিশ্ব মাতৃদুগ্ধ দিবস: ১ আগস্ট

হিরোশিমা দিবস: ৬ আগস্ট

নাগাসাকি দিবস: ৬ আগস্ট

বিশ্ব ফটোগ্রাফি দিবস: ১৯ আগস্ট

বিশ্ব মশক দিবস: ২০ আগস্ট

সেপ্টেম্বর

বিশ্ব ফিজিওথেরাপি দিবস: ৮ই সেপ্টেম্বর

যে সব মানুষ শারীরিক ভাবে অক্ষম তাদের স্বাধীনভাবে চলাফেরা করার লক্ষে সচেতনতার জন্য সারাবিশ্বব্যপী ফিজিওথেরাপিষ্টগন এই দিনটি পালন করে থাকেন | যা ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপী থেকে উৎপত্তি

বিশ্ব নৌ দিবস: ১৮ সেপ্টেম্বর

বিশ্ব কারামুক্ত দিবস: ২২ সেপ্টেম্বর

যানজট, দূষণ ও জ্বালানি ব্যয় কমাতে ইউরোপে ১৯৭০ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।[১৮] এখন দিবসটি বিশ্বজনীন মর্যাদা পেয়েছে।

মীনা দিবস: ২৪ সেপ্টেম্বর[১৯]

১৯৯১ খ্রিস্টাব্দ থেকে ইউনিসেফের উদ্যোগে শুরু হলেও ১৯৯৮ খ্রিস্টাব্দে দক্ষিণ এশীয় সহযোগিতা-সংগঠন সার্কের উদ্যোগে প্রতি বছর ২৪ সেপ্টেম্বর মীনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এই দিবসটি উপলক্ষে সার্কভুক্ত দেশগুলোতে শিশুদের জন্য এবং তাদের ভবিষ্যত উন্নতির লক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।[৩৩]

বিশ্ব পর্যটন দিবস: ২৭ সেপ্টেম্বর[১৯]

বিশ্ব জলাতঙ্ক দিবস: ২৮ সেপ্টেম্বর[১৯]

বিশ্ব নদী দিবস: চতুর্থ রবিবার

বিশ্ব বধির দিবস: শেষ রবিবার

বিশ্ব হৃদয় দিবস: ২৯ সেপ্টেম্বর

বিশ্ব কন্যা শিশু দিবস: ৩০ সেপ্টেম্বর

অক্টোবর

আন্তর্জাতিক প্রবীণ দিবস: ১ অক্টোবর

বিশ্ব নিরামিষ দিবস: ১ অক্টোবর

বিশ্ব প্রাণী দিবস: ৪ অক্টোবর[তথ্যসূত্র প্রয়োজন]

বিশ্ব শিক্ষক দিবস: ৫ অক্টোবর

শিক্ষকদের অধিকার নিয়ে ইউনেস্কো ও আইএলও'র মধ্যকার ১৯৬৬ খ্রিস্টাব্দে সই করা চুক্তির প্রেক্ষিতে ১৯৯৪ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।[৩৪]

বিশ্ব ডাক দিবস: ৯ অক্টোবর

১৮৭৪ খ্রিস্টাব্দের ৯ অক্টোবর ২২টি দেশের প্রতিনিধিরা প্রথম আন্তর্জাতিক ডাক চুক্তি স্বাক্ষর করেন। তখন থেকেই দিবসটি পালিত হয়ে আসছে।[৩৫]

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: ১০ অক্টোবর

মানসিক স্বাস্থ্য নিরাপত্তার লক্ষ্য নিয়ে দিবসটি পালিত হয়ে থাকে।[৩৫]

বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস: ১৩ অক্টোবর

বিশ্ব ডিম দিবস: ১৪ অক্টোবর

বিশ্ব মান দিবস: ১৪ অক্টোবর

১৯৭০ খ্রিস্টাব্দ থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।[৩৫]

বিশ্ব দৃষ্টি দিবস: দ্বিতীয় বৃহস্পতিবার

বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধিদের প্রতি সাধারণ্যের দৃষ্টিকে সংহত করতে এই দিবসটি পালিত হয়ে আসছে। এখন দিবসটি ২০২০ খ্রিস্টাব্দ নাগাদ নিরাময়যোগ্য অন্ধত্বকে নির্মূল করার লক্ষ্যে পলিত হচ্ছে।[৩৫]

বিশ্ব সাদাছড়ি দিবস: ১৫ অক্টোবর

বিশ্ব ছাত্র দিবস: ১৫ অক্টোবর

বিশ্ব হাত ধোয়া দিবস: ১৫ অক্টোবর

বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর

বিশ্ব রজঃক্ষান্তি দিবস: ১৮ অক্টোবর

বিশ্ব তথ্য উন্নতকরণ দিবস: ২৪ অক্টোবর

বিশ্ব মিতব্যয়িতা দিবস: ৩১ অক্টোবর

বিশ্ব শহর দিবস: ৩১ অক্টোবর

আন্তর্জাতিক পোস্টকার্ড সপ্তাহ: অক্টোবরের প্রথম সপ্তাহ

বিশ্ব স্থাপত্য দিবস: অক্টোবরের প্রথম সোমবার

বিশ্ব হাসি দিবস: অক্টোবরের প্রথম শুক্রবার

নভেম্বর

বিশ্ব রেডিওলোজী দিবস: ৮ নভেম্বর

বিশ্ব ডায়াবেটিস দিবস: ১৪ নভেম্বর

১৯৯১ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।[২১]

বিশ্ব নিউমোনিয়া দিবস: ১২ নভেম্বর

অতীতে ১ নভেম্বর অথবা ২ নভেম্বর দিবসটি পালিত হতো। কিন্তু ২০১০ খ্রিস্টাব্দ থেকে সারা বিশ্বে সম্মিলিতভাবে ১২ নভেম্বর দিবসটি পালন শুরু হয়।[২১]

বিশ্ব প্রাপ্তবয়স্ক দিবস: ১৮ নভেম্বর

বিশ্ব টয়লেট দিবস: ১৯ নভেম্বর

বিশ্ব শিশু দিবস: ২০ নভেম্বর

আফ্রিকার শিল্পায়ন দিবস: ২০ নভেম্বর

বিশ্ব টেলিভিশন দিবস: ২১ নভেম্বর

ফিলিস্তিন সংহতি দিবস: ২৯ নভেম্বর

ডিসেম্বর

বিশ্ব এইড্‌স দিবস: ১ ডিসেম্বর

বিশ্ব প্রতিবন্ধী দিবস: ৩ ডিসেম্বর

বিশ্ব নৌ দিবস: ৪ ডিসেম্বর

বিশ্ব মৃত্তিকা দিবস: ৫ ডিসেম্বর

বিশ্ব মানবাধিকার দিবস: ১০ ডিসেম্বর

বিশ্ব পর্বত দিবস: ১১ ডিসেম্বর

বড় দিন বা যিশু খ্রিস্টের জন্মদিন: ২৫ ডিসেম্বর

আন্তর্জাতিক দিবসসমূহ

সাধারণত জাতিসংঘ কর্তৃক চালু করা ও উদযাপিত দিবসগুলোই "আন্তর্জাতিক দিবস" হিসেবে উদযাপিত হয়ে থাকে।[তথ্যসূত্র প্রয়োজন] বাংলাদেশ, জাতিসংঘের অন্যতম সদস্য হিসেবে এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।


জানুয়ারি

আন্তর্জাতিক শুল্ক দিবস: ২৬ জানুয়ারি

ফেব্রুয়ারি

বিশ্ব ক্যান্সার দিবস: ৪ ফেব্রুয়ারি

প্রতি বৎসর ৪ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস বা বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি

১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কো'র প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে বাঙালি জাতির ভাষার জন্যে আত্মাহুতিকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ খ্রিস্টাব্দ থেকে দিবসটি প্রথম, সারা বিশ্বব্যাপী জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে পালন শুরু হয়।[৫]

মার্চ

আন্তর্জাতিক নারী দিবস : ০৮ মার্চ

আন্তর্জাতিক রোটারী দিবস : ১৩ মার্চ

বিশ্ব পানি দিবস : ২২ মার্চ

১৯৯৩ খ্রিস্টাব্দে জাতিসংঘ এই দিনে দিবসটি পালনের ঘোষণা দেয়।[৭]

এপ্রিল

আন্তর্জাতিক নৃত্য দিবস : ২৯ এপ্রিল

মে

আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস : ১ মে

১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট আহ্বান করেছিলেন খেটে খাওয়া শ্রমিকেরা। ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।[৩৬]

আন্তর্জাতিক পরিবার দিবস : ১৫ মে

আন্তর্জাতিক জাদুঘর দিবস : ১৮ মে

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস : ২৯ মে

জুন

আন্তর্জাতিক শিশু দিবস : ১ জুন

বিশ্ব মহাসাগর দিবস : ৮ জুন

১৯৯২ খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরোতে সংঘটিত ধরিত্রী সম্মেলনে প্রথম এই দিনটিকে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয় এবং পরবর্তিতে ২০০৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ এই দিবসটি বিশ্বব্যাপী পালনের ঘোষণা দেয়।[১৫]

বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন

২০০০ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৫৫-৭৯ ভোটে দিবসটি পালনের সিদ্ধান্ত হয় এবং ২০০১ খ্রিস্টাব্দের ২০ জুন থেকে দিবসটি পালন শুরু হয়। বিশ্বব্যাপী শরনার্থীদের অমানবিক অবস্থার প্রতি বিশ্ব নের্তৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের জন্য দিবসটি পালিত হয়।[৩১]

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস : ২৬ জুন

মাদকের ভয়াবহতা রোধে ১৯৮৭ খ্রিস্টাব্দে জাতিসংঘের ৪২তম অধিবেশনে এই তারিখে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।[১৬]

জুলাই

আন্তর্জাতিক সমবায় দিবস : প্রথম শনিবার

১৯৯৫ খ্রিস্টাব্দে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সমবায়ের মনোভাবকে গুরুত্ব দিতে প্রতিবছর জুলাই মাসের প্রথম শনিবার।আন্তর্জাতিকভাবে সমবায় জোট গড়ে তোলা এই দিবসটির একটি মূল উদ্দেশ্য।[৩২]

বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই

১৯৮৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর গভর্নিং কাউন্সিল বিশ্বব্যাপী জনসংখ্যা বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির জন্য দিবসটি চালু করে।[৩২]

আগস্ট

আন্তর্জাতিক আদিবাসী দিবস : ৯ আগস্ট

১৯৮২ খ্রিস্টাব্দে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ সাব-কমিশনের আদিবাসী জনগণ সম্পর্কিত কর্মগোষ্ঠী তাদের প্রথম সভায় এই তারিখে দিবসটি পালনের জন্য বেছে নেয়। আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসমস্যা নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও গণসচেতনতা তৈরি করাই দিবসটির মূল প্রতিপাদ্য।[৩৭]

আন্তর্জাতিক যুব দিবস:: আগস্ট 12

সেপ্টেম্বর

বিশ্ব স্বাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর

১৯৬৫ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কো এই দিবসটির ঘোষণা দেয়। ১৯৬৬ খ্রিস্টাব্দে এটি প্রথমবারের মতো পালিত হয়।[১৭]

আন্তর্জাতিক ওজনস্তর রক্ষা দিবস : ১৬ সেপ্টেম্বর

১৯৯৪ খ্রিস্টাব্দের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় দিবসটি নির্বাচন করা হয়।[১৭]

বিশ্ব শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর

১৯৮১ খ্রিস্টাব্দে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতির উদ্দেশ্যে এ দিবসটি জাতিসংঘের সাধারণ সভার সিদ্ধান্তে প্রথমবারের মতো পালিত হয়।[১৮]

অক্টোবর

বিশ্ব শিশু দিবস : ১ অক্টোবর

১৯২০ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল দিবসটি প্রথম পালিত হলেও পরে ১৯৯৬ খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক দিবসটি বিশ্বব্যাপী পালনের ঘোষণা দেয়া হয়।[৩৮]

আন্তর্জাতিক প্রবীণ দিবস : ১ অক্টোবর

১৯৯০ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় এই দিনটিকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতিসংঘের হিসাবে বিশ্বে প্রবীণদের সংখ্যা ৭০ কোটি, বাংলাদেশের মোট জনসংখ্যার ৭% প্রবীণ এবং বাংলাদেশের প্রবীণদের ৭৮% বিধবা। জাতিসংঘের সংজ্ঞানুযায়ী ৬০ বছর বয়সোর্ধ্ব ব্যক্তিকে "প্রবীণ" বলা হয়।[৩৪]

বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর

বিশ্ব আবাসন দিবস বা বিশ্ব বসতি দিবস : প্রথম সোমবার

১৯৮৫ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪০তম অধিবেশনে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৯৮৯ খ্রিস্টাব্দ থেকে জাতিসংঘ, বসবাড়ির পরিবেশ উন্নয়নে অবদান রাখায় ব্যক্তি ও সংস্থাকে "জাতিসংঘ বসতি পুরস্কার" প্রদান করছে।[৩৪][৩৯]

আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ হ্রাসকরণ দিবস : দ্বিতীয় বুধবার

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস : ১৫ অক্টোবর

২০০৭ খ্রিস্টাব্দের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।[৩৫]

আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস : ১৭ অক্টোবর

জাতিসংঘ দিবস : ২৪ অক্টোবর

ডিসেম্বর

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস : ৩ ডিসেম্বর[২২]

আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক স্বেচ্ছাসেবক দিবস : ৫ ডিসেম্বর

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস : ৭ ডিসেম্বর

আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর[২২]

মানবাধিকার দিবস: ১০ ডিসেম্বর

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘের জাতিসংঘ সাধারণ পরিষদে দিবসটি আনুষ্ঠানিক স্বীকৃত লাভ করে এবং এরপর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।[২২][৪০] দিবসটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এবং বিশ্বের সর্বত্র পালিত হয়। কিন্তু, দক্ষিণ আফ্রিকায় শার্পেভিল গণহত্যাকে স্মরণ করে দিবসটি পালন করা হয় ২১ মার্চ।[৪১]

আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর

অধিকার সংরক্ষণ ও নিজ নিজ দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতির দাবিতে ২০০০ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে। ঐ বছর ৪ ডিসেম্বর জাতিসংঘের ৫৫তম সাধারণ পরিষদের সবায় দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।[২২]

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস : ২৯ ডিসেম্বর

আরো দেখুন


১০ ডিসেম্বর কি দিবস

ইতিহাসের পাতায় ১০ ডিসেম্বর :

১৮১৭- মিসিসিপি ২০তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।

১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।

১৮৮৪- মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৮- স্পেন থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।

১৯০১- আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

১৯০২- তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।

১৯০৬- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরস্কার পান।

১৯৪৮- জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।

১৯৭১- সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।

২০০৭- ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হন।


আজ যাদের জন্মতারিখ:

১৮১৫- কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস।

১৮৩০- বিখ্যাত মার্কিন কবি এমিলি ডিকেনসন।

১৮৭০- স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ যদুনাথ সরকার। তিনিই প্রথম মীর্জা নাথান রচিত বাহারিস্তান-ই-গায়বী‎র পাণ্ডুলিপি ফ্রান্সের প্যারিসে অবস্থিত জাতীয় গ্রন্থাগারে খুঁজে পান এবং এ বিষয়ে বিভিন্ন জার্নালে বাংলা ও ইংরেজিতে প্রবন্ধ লিখে বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেন।

১৮৮৮- ভারতীয় উপমহাদেশে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকী।

১৮৯১- নোবেলজয়ী সুইডিশ নারী কবি ও নাট্যকার নেলি সাকস।

১৯২৯- বিখ্যাত বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক সমর দাস। তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও পরিচালক।


আজ যাদের মৃত্যু হয়:

১১৯৮- আরব-আন্দালুসীয় দার্শনিক ইবনে রুশদ।

১৮৯৬- সুইডিশ বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল।

১৯৬৮- চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান।

১৯৭১- বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। 

১৯৮২- ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক আলি আসগর সুরূশ।

১৯৯৮- চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং।


কোনদিন কি দিবস


১ জানুয়ারি জাতীয় ইয়াম দিবস

২ জানুয়ারী বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস

৪ জানুয়ারী বিশ্ব ব্রেইল দিবস

৪ জানুয়ারি বিশ্ব সম্মোহন দিবস

৯ জানুয়ারী প্রবাসী ভারতীয় দিবস (NRI Day)

১০ জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস

১২ জানুয়ারী বিশ্ব যুব দিবস

১৫ জানুয়ারী সেনা দিবস

২৬ জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস

২৭ জানুয়ারি International Day of Commemoration in Memory of the Victims of the Holocaust

২৮ জানুয়ারি বিশ্ব তথ্য সুরক্ষা দিবস

৩১ জানুয়ারি পথশিশু দিবস

জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস

ফেবরুয়ারি

১ ফেবরুয়ারি বিশ্ব হিজাব দিবস

২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস

৩ ফেব্রুয়ারি বিশ্ব ঘাট পরা দিবস

১২ ফেব্রুয়ারি বিশ্ব ডারউইন দিবস

১৩ ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে এবং সুন্দরবন দিবস

১৬ ফেব্রুয়ারি বিশ্ব শেখুইদা রাজকুমারী দিবস

১৭ ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস

২০ ফেব্রুয়ারি সামাজিক ন্যায়বিচার দিবস

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস

২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস

২২ ফেব্রুয়ারি বিশ্ব চিন্তন দিবস

মার্চ

১ মার্চ বিশ্ব যাত্রা দিবস

২ মার্চ ১.জাতীয় পতাকা দিবস, ২.বিশ্ব বুভিকপাক দিবস

৩ মার্চ বিশ্ব বই দিবস

৪ মার্চ বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস

৭ মার্চ ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস

১২ মার্চ বিশ্ব কিডনি দিবস

১৩ মার্চ আন্তর্জাতিক রোটারী দিবস

১৪ মার্চ ১.বিশ্ব নদী রক্ষা দিবস, ২.বিশ্ব পাই (π) দিবস, ৩.আন্তর্জাতিক গণিত দিবস

১৫ মার্চ ১.বিশ্ব ভোক্তার অধিকার দিবস, ২.বিশ্ব ক্রেতা দিবস, ৩. বিশ্ব পঙ্গু দিবস

১৭ মার্চ বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন

২০ মার্চ ১.আন্তর্জাতিক সুখ দিবস, ২.বিশ্ব শিশু ও যুব থিয়েটার দিবস

২১ মার্চ ১.আন্তর্জাতিক অরণ্য বা বনায়ন দিবস, ২.আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস, ৩.বিশ্ব কবিতা দিবস ৪. বিশ্ব জনক দিবস

২২ মার্চ বিশ্ব পানি দিবস

২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস

২৪ মার্চ ১.বিশ্ব যক্ষ্মা দিবস, ২.আন্তর্জাতিক আর্কাইভ দিবস

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস

২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস

৩১ মার্চ বিশ্ব দুর্যোগ মোকাবেলা দিবস

·         মার্চের ২য় বৃহস্পতিবার বিশ্ব কিডনী দিবস, ২য় সোমবার কমনওয়েলথ দিবস

এপ্রিল


২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস

২ এপ্রিল আন্তর্জাতিক শিশুপাঠ্য দিবস

৪ এপ্রিল International Day for Mine Awareness and Assistance in Mine Action

৬ এপ্রিল International Day of Sport for Development and Peace

৭ এপ্রিল Day of Remembrance of the Victims of the Rwanda Genocide

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস

১৩ এপ্রিল জালিয়ান ওয়ালাবাগ দিবস

২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস

২৩ এপ্রিল বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস

২৪ এপ্রিল বিশ্ব মানব সংহতি দিবস

২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস

২৬ এপ্রিল বিশ্ব মেধাসত্ব দিবস

২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস

মে

১ মে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস

৩ মে আন্তর্জাতিক প্রেস ফ্রিডম ডে

৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

১০ মে বিশ্ব মাতৃ দিবস

১০ ও ১১ মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস

১৩ মে আন্তর্জাতিক সংহতি দিবস

১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস

২২মে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস

২৯ মে শান্তিরক্ষী দিবস

৩১ মে বিশ্ব তামাক দিবস

জুন

৫ জুন ১. বিশ্ব পরিবেশ দিবস, ২. জল সম্পদ দিবস, ৩.  বিশ্ব ক্রাবিজব ইনাইব কাজবি রগিম দিবস

৭ জুন জাতীয় হাত দিবস

৮ জুন আন্তর্জাতিক মহাসাগর দিবস

১৩ জুন আন্তর্জাতিক কবুতর দিবস,

১৪ জুন জাতীয় রাগজা দিবস

১৭ জুন আন্তর্জাতিক মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস

২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস

২৭ জুন বিশ্ব ডায়াবেটিস দিবস

জুলাই

১ জুলাই ১. ব্যাঙ্ক দিবস, ২. চিকিৎসা দিবস,৩. ঢাকা বিদ্যালয় দিবস

৪ জুলাই বিশ্ব হামা দিবস

৬ জুলাই বিশ্ব খরজ দিবস

১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস

১৫ জুলাই জাতীয় ব্রেতার দিবস

আগস্ট

১ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ/স্তন্যদান(Breast-feeding) সপ্তাহ/দিবস

আগস্টের প্রথম রোববার বিশ্ব বন্ধুত্ব দিবস

৬ আগস্ট পরমাণু বোমা বিরোধী দিবস, হিরোশিমা দিবস

৯ আগস্ট নাগাসাকি দিবস, বিশ্ব আদিবাসী দিবস

১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস

১৩ আগস্ট আন্তর্জাতিক বাহাতি দিবস

১৫ আগস্ট ১. ভারতের স্বাধীনতা দিবস, জাতীয় শোক দিবস

১৯ আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস

২০ আগস্ট ১. সৎ ভাবনা দিবস, ২. বিশ্ব মশক দিবস

২৩ আগস্ট দাস বাণিজ্য স্মরণ এবং রদ দিবস

২৭ আগস্ট দিঘলিয়ার দেয়াড়া গণহত্যা দিবস

২৯ আগস্ট স্পোর্টস ডে

৩০ আগস্ট International Day of the Victims of Enforced Disappearances

সেপ্টেম্বর


১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস

৫ সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস

৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস

২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস

২৬ সেপ্টেম্বর বিশ্ব বধির দিবস

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস

সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার বিশ্ব নদী দিবস

২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস

২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস (World Heart Day)

২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক কফি দিবস

৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস

অক্টোবর

১ অক্টোবর ১.আন্তর্জাতিক প্রবীণ দিবস, ২.বিশ্ব নিরামিষ দিবস

২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস

৪ অক্টোবর ১. জাতীয় সংহতি দিবস,২. জাতীয় টত্রমন্রত্রি সচনাচ দিবস

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস

৮ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস

৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস

৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস

১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

১৪ অক্টোবর ১. বিশ্ব পশু দিবস, ২. বিশ্ব মান দিবস

১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস

১৫ অক্টোবর বিশ্ব ছাত্র দিবস

১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস

১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস

১৮ অক্টোবর বিশ্ব রজঃক্ষান্তি দিবস

২২ অক্টোবর টাইপ রাইটার এবং কম্পিউটারে ক্যাপস লকের গুরুত্ব ও এর প্রতি গভীর ভালবাসায় সিক্ত হয়ে প্রযুক্তিপ্রেমীরা প্রতি বছরের ২২ অক্টোবরকে ‘ক্যাপস্‌ লক ডে’ হিসেবে পালন করে থাকে

২৪ অক্টোবর রাষ্ট্রপুঞ্জ দিবস

৩০ অক্টোবর বিশ্ব শহর দিবস

নভেম্বর

৮ নভেম্বর বিশ্ব রেডিওলোজী দিবস

১৪ নভেম্বর ১. আন্তর্জাতিক শিশু দিবস, ২. বিশ্ব ডায়াবেটিস দিবস

১৭ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস

১৮ নভেম্বর World Adult Day

১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস

১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস

২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস (Universal Children’s Day, Celebrate Every November 20th).

২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস

২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

ডিসেম্বর

১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস

২ ডিসেম্বর ১.বিশ্ব কম্পিউটার স্বাক্ষরতা দিবস, ২. আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস

৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস

৭ ডিসেম্বর পতাকা দিবস

৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস

৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

১০ ডিসেম্বর ১.জাতীয় পালস পোলিও দিবস, ২. মানবাধিকার দিবস

১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস

১৪ ডিসেম্বর আন্তর্জাতিক বানর দিবস

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস

২১ ডিসেম্বর নৌবাহিনী দিবস

২৩ ডিসেম্বর কিসান দিবস

২৬ ডিসেম্বর বক্সিং দিবস

Post a Comment (0)
Previous Post Next Post